

রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় অতিবৃষ্টিতে ধানের ক্ষেত ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে স্মারকলিপি পেশ
মাগুরায় অতিবৃষ্টিতে ধানের ক্ষেত ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে স্মারকলিপি পেশ
মাগুরা প্রতিনিধি : অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মাগুরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা গণ কমিটি মাগুরা। আজ রবিবার সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা গণ কমিটির আহবায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম ফিরোজ, সদস্য সচিব এটিএম মহব্বত হোসেন, কেন্দ্রীয় বাসদের সদস্য প্রকৌশলী সম্পা বসু প্রমূখ। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন টানা বর্ষণ মাগুরার ৪ উপজেলার কৃষকদের চলতি ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত চার উপজেলার সেইসব কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।