বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় কপোতাক্ষ নদের রাড়ুলী বেড়িবাঁধের ভাঙ্গন সংস্কারের উদ্যোগ গ্রহণ
পাইকগাছায় কপোতাক্ষ নদের রাড়ুলী বেড়িবাঁধের ভাঙ্গন সংস্কারের উদ্যোগ গ্রহণ
খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের রাড়ুলী বেড়িবাঁধের ভাঙ্গন সংস্কার কাজ শুরু হয়েছে। উপজেলার রাড়ুলী ইউনিয়নের কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গনে জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পিতার নামে প্রতিষ্ঠিত আর কে বি কে হরিশ চন্দ্র কলেজিয়েট স্কুল সংলগ্ন আড়ংঘাটা ঋষিপাড়া থেকে কাটিপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ১০ থেকে ১২ স্থানে মারাত্মক ভাঙনের কারণে বাঁধটি হুমকির মুখে পড়েছে।
অতিবৃষ্টি বা জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে গেলে স্কুল, কলেজ, বসতবাড়ি ও শত শত বিঘা ফসলি জমি পানিবন্দী হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এর মধ্যে আড়ংঘাটা ঋষিপাড়া শ্মশানঘাট সংলগ্ন স্থান সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কপোতাক্ষ নদের বেড়িবাঁধের ভাঙ্গনের নিউজ ২৩ আগস্ট জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরবর্তীতে ২৫ আগস্ট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি উত্থাপন করেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর দৃস্টি গোচর হলে দ্রুত পদক্ষেপ দেন এবং পানি উন্নয়ন বোর্ডকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় ২৭ আগস্ট বুধবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও জরিপ করে দ্রুত সংস্কার কাজ শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করেছেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, আর কে বি কে হরিশ চন্দ্র কলেজিয়েট স্কুলের সিনিয়র প্রভাষক আব্দুল মমিন সানা, বিকাশ চন্দ্র সরকার, অনাথ দাস, সুব্রত দাস, বিধান শীল, স্বপন দাস,তাপস দাস, সাধন দাসসহ স্থানীয় এলাকাবাসী। বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।






পাইকগাছায় কৈশোর কার্যক্রম ও উপজেলা দিবস উদযাপন
শ্যামনগরে পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
নড়াইলে কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
পাইকগাছায় পুলিশ সুপারের মতবিনিময় ও সুধী সমাবেশ
উপকূলীয় পাইকগাছায় সিটিসিআরপি সড়কে বদলাচ্ছে যোগাযোগ ব্যবস্থা
মাগুরায় এলপিজি ব্যবসায়ী সমিতির মানববন্ধন
পাইকগাছায় নবাগত সিভিল জজ হযরত আলী’র যোগদান পরবর্তীতে মিট টুগেদার
তীব্র শীতে প্রাণীকুলের নাবিশ্বাস অবস্থা
পাইকগাছায় এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত 