মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা ও শালিখায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন
মাগুরা ও শালিখায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন
মাগুরা প্রতিনিধিঃ খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মাগুরা ও শালিখা উপজেলায় মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অফ বাংলাদেশ মাগুরা জেলা শাখা। সভায় বক্তারা বলেন, অবিলম্বে জেলার খুচরা সার বিক্রেতা আইডি কার্ড ধারীদের বহাল রাখা এবং টিও লাইসেন্স রাখার দাবি জানানে হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
অপরদিকে, শালিখা উপজেলার খুচরা সার বিক্রেতা উপজেলা সাব ডিলার ইউনিট এর উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাব ডিলার ইউনিট এর ব্যানারে উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ থেকে র্যালি বের হয়।
র্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। এসময় মানববন্ধনে অংশ নেন উপজেলার খুচরা সার বিক্রেতা সাব ডিলার ইউনিটের নেতাকর্মীরা।
সংগঠনটির উপজেলা সভাপতি জিহাদ আলী মল্লিক সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক বিশ্বজিত চক্রবর্তী, কোষাধ্যক্ষ কবির সরদার,সদস্য মোল্লা মামুন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের প্রতিটি প্রান্তিক এলাকায় কৃষকদের মাঝে সুলভ মূল্যে সার সরবরাহ করে আসছেন খুচরা সার বিক্রেতা বা সাব ডিলাররা। কিন্তু সরকার খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে।






পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শ্রীপুরে ভূমিকম্পের ভয়ে আতঙ্কে অসুস্থ শতাধিক গার্মেস্টস কর্মী
মাগুরায় প্রাক্তন সেনাদের উদ্যোগে সশস্র বাহিনী দিবস পালিত
জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা ও পাটের ব্যাগ বিতরণ
শ্রীপুরে লাইসেন্স বহাল রাখার দাবিতে সার ডিলারদের মানববন্ধন
পাইকগাছায় তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
আশাশুনিতে কৃষি জমিতে লোনা পানি ও বালি উত্তোলন বন্ধে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
খুলনা জেলার জেলা প্রশাসক হিসেবে আ.স.ম জামশেদ খোন্দকার যোগদান করেছেন 