মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় কার্বন তৈরির ছাই কারখানায় অগ্নিকান্ড
মাগুরায় কার্বন তৈরির ছাই কারখানায় অগ্নিকান্ড
মাগুরা প্রতিনিধি : মাগুরা নাকোল কদমতলা ছাই কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে একে একে দুটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছায়। প্রায় ৫ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার বিকালে মাগুরা নাকোল কদমতলা ছাই কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ছাই কারখানার কর্মীরা বিকালে ছাই কারখানায় আগুন দিয়ে ফ্যাক্টরি চালু করতে যায়। এ সময় ফ্যাক্টরি চিমনি থেকে আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়ে। পরে আগুন দেখে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসে। প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিস ইউনিট ও পরে মাগুরা ফায়ার সার্ভিস কর্মীরা যোগ দেয়। তখন আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।
মাগুরা ফায়ার সার্ভিসের পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। আগুনের তীব্রতা বেশি থাকায় আগুন নিয়ন্ত্রন করতে বেগ পেতে হচ্ছে কর্মীদের। এই কারখানায় পাট কাঠি পড়িয়ে এখানে কার্বন তৈরি করা হয়। পাট কাটি থেকে আগুন দ্রত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নির্বাপণ করার চেষ্টা করা হয়। তবে মুল ফ্যাক্টটরিটা নিয়ন্ত্রণ করা হয়েছে। ফ্যাক্টটরি চার পাশে বসতবাড়ি রক্ষা করা হয়েছে। ফ্যাক্টটরির দুই পাশের স্থাপনা রক্ষার চেষ্টা করছি। আমরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছি।






নড়াইলে জমি সংক্রান্ত দ্বন্দ্বে কিশোর ভ্যানচালককে হত্যা! দাবি মায়ের
পাইকগাছায় প্রায় ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু জব্দ
পাইকগাছায় চিংড়িতে পুশ বিরোধী অভিযানে ব্যবসায়ী ও আইস ফ্যাক্টরিতে জরিমানা
পাইকগাছায় মাদক কারবারি লুৎফর রহমানকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড
শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ২
নড়াইলে স্বেচ্ছাসেবকদলের নেতা মাসুদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় স্বামী-স্ত্রী চেতনানাশকে হাসপাতালে ; স্বর্ণালংকার লুট
পাইকগাছায় স্কুলের পাশে অপরিচ্ছন্ন পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপন করায় মালিককে জরিমানা
নড়াইলে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার 