শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় চাঁদার টাকা না পেয়ে প্রবাসী স্ত্রীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা
মাগুরায় চাঁদার টাকা না পেয়ে প্রবাসী স্ত্রীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলা হাজরাপুর ইউনিয়ন উত্তর নোয়াপাড়া গ্রামে প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী রিমা খাতুন চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই গৃহবধূকে কুপিয়ে ডান হাতের মধ্যে আঙ্গুল কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একই সাথে ডান হাতের কব্জির উপর ধারালো অস্ত্রের আঘাত করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার সকালে উত্তর নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রিমা খাতুন জানান, সকালে রফিকুল ইসলাম, ফারুক শিকদার, মিঠুন সিকদার আমার বাড়িতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আমার উপর হামলা করে। চাঁদার টাকা না দিতে পারায় ওই তিন ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে আবার ডান হাতের মধ্যমা আঙ্গুল কেটে ফেলেছে বাম হাতের কব্জিতেও ধারালো অস্ত্রের আঘাতে কেটে গিয়েছে।
ওই নারী আরও অভিযোগ করে বলেন, আমার স্বামী প্রবাসে থাকে এই সুযোগে এলাকার প্রায় আমার উপর চাঁদা দাবি করে আসছিল।
আহত ওই নারী অভিযোগ করে বলেন,আওয়ামী লীগের নেতা সহ তার ছোট ভাই ফারুক হোসেন ও ছেলে মিঠুন শিকদারকে নিয়ে আমার কাছে ৫ লক্ষ টাকার চাঁদা দাবি করেন। পূর্বে দাবীকৃত চাঁদা না পেয়ে আমার জমির আইল কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে আমাকে কুপিয়ে আহত করেছে। আমার আঙ্গুল কেটে পড়ে যাওয়ার পর বাম হাতে কোপ দিয়ে কেটে ফেলেছে। পরে আমি মা ঘরের মেঝেতে পড়ে গেলে ওই তিন ব্যক্তি আমার উপর বেধড়ক অত্যাচার করেছে। পরের স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে মাগুরা ২৫০ জন সদর হাসপাতালে নিয়ে সার্জারি ওয়ার্ড ভর্তি করে।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে জরুরী বিভাগের ডাক্তার সুমাইয়া আক্তার বলেন, ডান হাতের মধ্যমাঙ্গল কেটে ঝুলে পড়া ও বাম হাতে কব্জির উপরে আঘাতপ্রাপ্ত হয়ে এক নারী ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা তাকে চিকিৎসা দিয়েছি বর্তমানে আহত ওই নারী সার্জারি ভর্তি রয়েছে।
মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি আইয়ুব আলী বলেন, ট্রিপল নাইনে ফোন পাওয়ার পর আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিল। লিখিত অভিযোগ দিলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






পাইকগাছায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
তালায় খেয়া থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া রবিউলের লাশ উদ্ধার
মাগুরায় যৌথ অভিযানে ১১ ইটভাটায় ২৫ লক্ষ টাকা জরিমানা
মাগুরায় গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
লোহাগড়ায় চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টা, ইজিবাইক ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ
নড়াইলে ইজিবাইক চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
শ্বাসরুদ্ধকর অভিযানে সুন্দরবনে জিম্মি উদ্ধার অভিযানে ৩ ডাকাতসহ আটক ৬
মাগুরা অনুমোদনহীনভাবে অতিরিক্ত গ্যাস মজুদের দায়ে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে ১টি এয়ারগান উদ্ধার
পাইকগাছায় সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন 