সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় জাতীয় পাখি দিবস পালিত
পাইকগাছায় জাতীয় পাখি দিবস পালিত
পাইকগাছায় জাতীয় পাখি দিবস পালিত হয়েছে। ৫ জানুয়ারি জাতিয় পাখি দিবস উপলক্ষে সোমবার ১২ টায় পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যেগে নতুন বাজারস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম এ জালাল উদ্দিন, সমাজ সেবক সাফিয়া আক্তার। বক্তৃতা করেন, সুমাইয়া ফারহানা, মেরিন জান্নাত, মাহি জান্নাত, অশিয়া জান্নাত, পরিবেশ কর্মী গনেশ দাস, শাহিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বের জলবায়ুর ব্যাপক পরিবর্তনের ফলে পাখিদের আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। তাছাড়া ব্যাপকভাবে বৃক্ষ নিধন ও শিল্প-কলকারখানা বৃদ্ধি পাওয়ায় পাখিদের খাবার সংকট বাড়ছে। পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা ও বিচরণস্থল সংরক্ষণের জন্য পাখি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। পরিবেশ সুরক্ষায় পাখির গুরুত্ব অপরিসিম। পৃথিবীর ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। অনুষ্ঠান শেষে পাখির বাসার জন্য এলাকার বিভিন্ন গাছে মাটির পাত্র- কাঠ ও টিনের তৈরি বাসা গাছে বেধে দেওয়া হয়।






গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা
তীব্র শীতে আগুন পোহাতে ধুম পড়েছে গ্রামে
পাইকগাছায় ফুটপথের দোকানে শীতবস্ত্র বেচাকেনার ধুম লেগেছে
পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখিদের নিরাপদ বাসা তৈরির জন্য গাছে মাটির পাত্র স্থাপন
শীতে বেড়েছে পাখি শিকারিদের দৌরাত্ম্য
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন
পাইকগাছায় পাখির জন্য গাছে বাঁধা মাটির পাত্রে কাঠ বিড়ালিও বাসা বেধেছে 