শনিবার ● ১০ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় পুলিশ সুপারের মতবিনিময় ও সুধী সমাবেশ
পাইকগাছায় পুলিশ সুপারের মতবিনিময় ও সুধী সমাবেশ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। ১০ জানুয়ারি শনিবার ১১টায় পাইকগাছা থানা চত্বরে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. আল বেরুনী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আমির হামজা। ওসি (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সদস্য সচিব এস. এম. এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক এস. এম. এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক গাজী রুহুল আমিন, জামায়াতে ইসলামী নেতা মাওলানা এস. এম. আমিনুল ইসলাম, মোঃ মমিন উদ্দিন সানা, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি. এম. মিজানুর রহমান, কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. শফিউল আলম, শিক্ষক প্রতিনিধি বাহারুল ইসলাম ও আনিছুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ, ছাত্র প্রতিনিধি গাজী তানভীরসহ অনেকে। সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা নির্বাচন বানচালের অপচেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।






উপকূলীয় পাইকগাছায় সিটিসিআরপি সড়কে বদলাচ্ছে যোগাযোগ ব্যবস্থা
মাগুরায় এলপিজি ব্যবসায়ী সমিতির মানববন্ধন
পাইকগাছায় নবাগত সিভিল জজ হযরত আলী’র যোগদান পরবর্তীতে মিট টুগেদার
তীব্র শীতে প্রাণীকুলের নাবিশ্বাস অবস্থা
পাইকগাছায় এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
মাগুরায় তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা
পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
অগণতান্ত্রিকভাবে উপজেলা কমিটি বিলুপ্তির প্রতিবাদে পাইকগাছা উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের যৌথ প্রতিবাদ সভা 