শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২

SW News24
রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় শীতে হাসপাতালে বেড়েছে শিশু রুগীর চাপ
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় শীতে হাসপাতালে বেড়েছে শিশু রুগীর চাপ
৩৩ বার পঠিত
রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় শীতে হাসপাতালে বেড়েছে শিশু রুগীর চাপ

---মাগুরা প্রতিনিধি :মাগুরায় ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। হাসাপাতালে বেড়েছে রুগীর চাপ। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ডে ঠান্ডা জনিত রোগে শিশু রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। পাশাপাশি বয়স্ক মানুষ শ্বাসকষ্ট ঠান্ডা জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন চিকিৎসা নিতে।
রবিবার সকালে শিশু ওয়ার্ডে ঘুরে ঘুরে এ সকল তথ্য জানা গেছে। হাস্পাতালের বেড সংখ্যা কম থাকার কারনে উদগ্রীব রোগীর স্বজনরা।
গতকয়েক দিন ধরে কুয়াশা আর হিমেল বাতাসের সাথে বেড়েছে শীতজনিত রোগ। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শীতজনিত কারনে শিশু ও বয়স্ক রুগীর  চাপ বেড়েছে। বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া, বমি, ও শ্বাসকষ্টের মতো রোগে আক্রান্ত হচ্ছেন তারা। বেড সংকট দেখা দিয়েছে ফলে অনেক রুগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। গত ২৪ ঘন্টায় প্রায় শতাধিক রোগী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শিমুর আম্মা কলিমা খাতুন বলেন, এই শিতে বাচ্চা দের নিয়ে কষ্টের সময় পার করছি। খারাপ আবহাওয়ার কারনে আমার বাচ্চা অসুস্থ হয়ে যায় তাই হাসপাতালে ভর্তি করেছি। এখানে ঠান্ডা জনিত কারণে অনেক বাচ্চা অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার সৌমেন চৌধুরী বলেন, বর্তমানে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশু রুগীর সংখ্যা হঠাৎ করে অনেক বেড়ে গিয়েছে। শিশু রুগীর জন্য হাসপাতালটিতে ৪৫ টি বেড রয়েছে। এর মধ্যে অর্ধশতাধিক শিশু ডায়রিয়া রোগে আক্রান্ত, অন্যদিকে নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং বমি নিয়ে ভর্তি রয়েছে। লোকবল সংকট শর্তেও এসকল রুগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।





আর্কাইভ