শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

SW News24
বুধবার ● ২৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » আশাশুনিতে রোপা আমনের বাম্পার ফলন
প্রথম পাতা » কৃষি » আশাশুনিতে রোপা আমনের বাম্পার ফলন
৪৪০ বার পঠিত
বুধবার ● ২৮ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে রোপা আমনের বাম্পার ফলন

---

মোঃ নুরআলম,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ আমন মৌসুমে আশাশুনি উপজেলায় রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। ফলে কৃষকদের মনে স্বস্তির আমেজ বিরাজ করছে। উপজেলা কৃষি বিভাগ রোপা আমন মৌসুমে আশাশুনি উপজেলায় ৯৭২০ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্দ্ধারন করেছিল। যার মধ্যে আবাদ হয় ৯৩০০ হেক্টর। ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রতি হেক্টরে উপশী ২.৭১৮ মেঃটঃ ও স্থানীয় জাতের ১.৭৫ মেঃটন। সেখানে ফসল উৎপাদন হয়েছে চাউলে প্রতি হেক্টরে উপশী ৩.২ মেঃটন ও স্থানীয় ১.৭৫ মেঃটন। উফশী জাতের মধ্যে বিআর-১০ আবাদ হয়েছিল ২৫০০ হেক্টর, ফসল কর্তন হয়েছে ২৩৯৫ হেক্টর, উৎপাদন ৭৯০৩ মেঃটন, বিআর- ২৩ আবাদ ২৮০ হেঃ, কর্তন ২৪৫ হেঃ, উৎপাদন ৭৫৭ মেঃটন, বিআর-২৩ ১১৫০ কর্তন ১১৩০, উৎপাদন ৩৫০৩ মেঃটন, ব্রিধান- ৩০, ১৮০০ হেঃ, কর্তন ১৭০০ হেঃ, উৎপাদন ৫৪৭৪ মেঃটন, এছাড়া ব্রিধান ৩৩, ৩৯, ৪৯, ৫২, ৫৩, ৫৪, ৫৬, বিনাধান-৭ ও জামাইবাবু ধানের চাষ হয়েছে। মোট ৯১৭০ হেত্টর জমিতে আবাদ হলেও নষ্ট হয়ে যায় ৩৯০ হেক্টর। ফলে ৮৭৮০ হেক্টর জমিতে ২৮ হাজার ৯৬ মেঃটন ধন উৎপাদন হয়েছে। এছাড়া স্থানীয় জাতের মধ্যে জটাবালাম ১১০ হেক্টর জমিতে ১৯৩ মেঃটন ও চিনিকানাই ২০ হেক্টর জমিতে ৩৪ মেঃটন ফসল উৎপাদন হয়েছে। সর্বমোট ৯৩০০ হেক্টর জমির মধ্যে ৩৯০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় ৮৯১০ হেক্টর জমিতে ২৮ হাজার ৩২৩ মেঃটন চাউল উৎপাদন হয়েছে। উপজেলা কৃষি অফিসার শামিউর রহমান জানান, কৃষি বিভাগের সকল কর্মকর্তা ও উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ আশাশুনির কৃষি খাতকে আধুনিক পদ্ধতির ব্যবহার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গৃহীত কার্যক্রম বাস্তবায়ন ও সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের পাশে থাকতে সবকিছু করে এসেছে। যার ফল লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি বাম্পার ফলনের সুযোগ সৃষ্টি করা সম্ভব হয়েছে। রোপা আমন মৌসুম নয় বরং সকল মৌসুমে আশাশুনির কৃষি সেক্টরকে সফল করতে সতর্কতার সাথে কাজ করা হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)