সোমবার ● ৩০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » আশাশুনির বামনডাঙ্গা সবুজ সংঘ ও নতুন মৎস্য সেট উদ্বোধন
আশাশুনির বামনডাঙ্গা সবুজ সংঘ ও নতুন মৎস্য সেট উদ্বোধন
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনির বামনডাঙ্গা পৃথকভাবে সবুজ সংঘ ও নতুন মৎস্য সেটের উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সোমবার বিকালে নব গঠিত সবুজ সংঘ’র জমিদাতা সাবেক মেম্বর চন্দ্র শেখর ঢালীর সভাপতিত্বে উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন, এলাকার অসহায়, নির্যাতিত, মানুষের তথা সমাজের জনহিতকর উন্নয়নে ভুমিকা রাখাই যুব সমাজের কাজ। মাদক, সন্ত্রাস ও শিশু বা বাল্যবিবাহ মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে যুব সমাজকেই লেখাপড়া, স্ব-স্ব পেশার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ হতে হবে। এ জন্য তিনি সবুজ সংঘের নেতৃত্বকারীদের যুব সমাজের উন্নয়নে সার্বিকভাবে ভুমিকা পালন করার আহবান জানান। প্রধান অতিথি যুব সংঘের সকল সদস্যদের অন্যায়, অপরাধমূলক কার্যক্রম পরিহার করে প্রসংশনীয়মূলক কাজ করার আহবান জানান। যুবলীগ নেতা এমএম সাহেব আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফকির, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শিক্ষক রবীন্দ্র নাথ সরকার, সুভাষ চন্দ্র সানা, আ’লীগ নেতা মনিন্দ্র ঢালী, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান মিঠু, জগদীশ সানা, রমজান আলী, মধু প্রমুখ। এর আগে তিনি বামনডাঙ্গা খেয়াঘাট ও পাউবো’র সংযোগ স্থল তিন রাস্তা মোড়ে এলাকাবাসির দাবির মূখে নতুন একটি মৎস্য সেট উদ্বোধন করেন।