শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

SW News24
বুধবার ● ৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » কৃষি » ডুমুরিয়ার আটলিয়ায় বরাতিয়া ব্লকে আমের চারা উৎপাদন ও বিতরণে অধিক সফল হয়েছেন কৃষক নবদ্বীপ মল্লিক
প্রথম পাতা » কৃষি » ডুমুরিয়ার আটলিয়ায় বরাতিয়া ব্লকে আমের চারা উৎপাদন ও বিতরণে অধিক সফল হয়েছেন কৃষক নবদ্বীপ মল্লিক
৪৬৪ বার পঠিত
বুধবার ● ৪ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডুমুরিয়ার আটলিয়ায় বরাতিয়া ব্লকে আমের চারা উৎপাদন ও বিতরণে অধিক সফল হয়েছেন কৃষক নবদ্বীপ মল্লিক

---
শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা ঃ
ডুমুরিয়ার উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া ব্লকে আমের চারা উৎপাদন ও বিতরণ করে অধিক সফল হয়েছেন কৃষক নবদ্বীপ মল্লিক। সে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামের বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত সুভাষ মল্লিকের পুত্র। সূত্রে জানা গেছে, ফলজের চাহিদা পুরণে লক্ষ্যে তিনি ৫শতাংশ জমিতে আমের চারার আবাদ করেন। চারাগুলি রোপন যোগ্য হলে এলাকার কৃষকদের মাঝে তিনি এ চারা বিতরণ করেন। আম রুপালী, গোপালভোগ, হীমসাগর, খেরসাপাতী, লেংড়া সহ বিভিন্ন প্রকার উন্নত জাতের চারা উৎপাদন ও বিতরণে সফল হয়েছেন। কৃষক নবদ্বীপ মল্লিক জানান, এলাকার কৃষকদের চাহিদা ও ফলজের চাহিদা পূরণে তিনি প্রতি বছর এ চারা উৎপাদন ও নায্যমূলে বিতরণ করে থাকেন। এতে তিনি এবার অধিক লাভবান ও হয়েছেন। এছাড়া তার নেতৃত্বে বরাতিয়া ব্লকের ওয়াপদার রাস্তায় বজ্রপাত নিরধের লক্ষ্যে ১ হাজারের অধিক তাল বীজ রোপণ করা হয়। এ প্রসঙ্গে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এ প্রতিবেদককে জানান, নবদ্বীপ মল্লিক একজন পেশাদার সফল কৃষক। বর্তমান তার ক্ষেতে বিভিন্ন প্রকার সবজীর আবাদ রয়েছে। এছাড়া একটি ডেয়ারী ফার্ম আছে। আগামী সপ্তাহে তার ব্যক্তি উদ্যেগে বরাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে চুই ঝাল ও আমের চারা বিনা মূল্যে বিতরণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)