বুধবার ● ৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » কৃষি » ডুমুরিয়ার আটলিয়ায় বরাতিয়া ব্লকে আমের চারা উৎপাদন ও বিতরণে অধিক সফল হয়েছেন কৃষক নবদ্বীপ মল্লিক
ডুমুরিয়ার আটলিয়ায় বরাতিয়া ব্লকে আমের চারা উৎপাদন ও বিতরণে অধিক সফল হয়েছেন কৃষক নবদ্বীপ মল্লিক

শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা ঃ
ডুমুরিয়ার উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া ব্লকে আমের চারা উৎপাদন ও বিতরণ করে অধিক সফল হয়েছেন কৃষক নবদ্বীপ মল্লিক। সে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামের বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত সুভাষ মল্লিকের পুত্র। সূত্রে জানা গেছে, ফলজের চাহিদা পুরণে লক্ষ্যে তিনি ৫শতাংশ জমিতে আমের চারার আবাদ করেন। চারাগুলি রোপন যোগ্য হলে এলাকার কৃষকদের মাঝে তিনি এ চারা বিতরণ করেন। আম রুপালী, গোপালভোগ, হীমসাগর, খেরসাপাতী, লেংড়া সহ বিভিন্ন প্রকার উন্নত জাতের চারা উৎপাদন ও বিতরণে সফল হয়েছেন। কৃষক নবদ্বীপ মল্লিক জানান, এলাকার কৃষকদের চাহিদা ও ফলজের চাহিদা পূরণে তিনি প্রতি বছর এ চারা উৎপাদন ও নায্যমূলে বিতরণ করে থাকেন। এতে তিনি এবার অধিক লাভবান ও হয়েছেন। এছাড়া তার নেতৃত্বে বরাতিয়া ব্লকের ওয়াপদার রাস্তায় বজ্রপাত নিরধের লক্ষ্যে ১ হাজারের অধিক তাল বীজ রোপণ করা হয়। এ প্রসঙ্গে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এ প্রতিবেদককে জানান, নবদ্বীপ মল্লিক একজন পেশাদার সফল কৃষক। বর্তমান তার ক্ষেতে বিভিন্ন প্রকার সবজীর আবাদ রয়েছে। এছাড়া একটি ডেয়ারী ফার্ম আছে। আগামী সপ্তাহে তার ব্যক্তি উদ্যেগে বরাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে চুই ঝাল ও আমের চারা বিনা মূল্যে বিতরণ করা হবে।






পাইকগাছায় কৃষকদের মাঝে পুষ্টি বাগান স্থাপনে উপকরণ বিতরণ
লতিকচু চাষে আলোর মুখ দেখছেন রফিকুল
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
মাগুরায় পরিবেশ নিরাপত্তায় পেস্ট কন্ট্রোল বিষয়ক সচেতনামুলক সভা
বহুমুখী ফসল উৎপাদনে পাইকগাছার কৃষি অর্থনীতি বদলে যাচ্ছে
শ্রীপুরে পোনামাছ অবমুক্তকরণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিনামূল্যে মাষকলাই বীজ ও সার পেয়ে কৃষকের মুখে হাঁসি
২০ বছর পর কালিয়ার বিলে আউস ও আমন ধানের ব্যাপক ফলন; কৃষকের মুখে হাসি
পাইকগাছায় জনপ্রিয় হয়ে উঠেছে ঘেরের আইলে সবজি চাষ
পাইকগাছায় পোনা মাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন 