বুধবার ● ৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » ডিসি যখন শিক্ষকের ভূমিকায়
ডিসি যখন শিক্ষকের ভূমিকায়
![]()
এস ডব্লিউ নিউজ \
খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান একজন সফল প্রশাসক। প্রশাসনিক কাজের জন্য তিনি মাঝে মধ্যে বিভিন্ন উপজেলা সফর করে থাকেন। আর সফর সূচীর মধ্যে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের বিষয়টি। এমনি এক সফরে গত মঙ্গলবার সকালে ডিসি আমিন উল আহসান সফর করেন পাইকগাছা উপজেলা। দিনভর নানা কর্মসূচীতে অংশগ্রহণের পাশাপাশি দুপুরের দিকে তিনি পরিদর্শন করেন উপজেলা সদরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়। কলেজ পরিদর্শনকালে তিনি অবতীর্ণ হন শিক্ষকের ভূমিকায়। হঠাৎ প্রবেশ করেন দ্বাদশ শ্রেণী কক্ষে। পদার্থ বিজ্ঞান বিষয়ে এসময় পাঠদান করাচ্ছিলেন প্রভাষক আব্দুল আলীম। প্রভাষকের পাঠদানের ফাকে ডিসি আমিন উল আহসান শিক্ষকের ভূমিকায় পাঠদান করান শিক্ষার্থীদের। এসময় তিনি দেশের নারী শিক্ষার অগ্রগতি তুলে ধরে ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে কথা বলেন ছাত্রীদের সাথে। নারীদের সুযোগ-সুবিধা ও বর্তমানে গুরুত্বপূর্ণ স্থানে নারীর অবদানের কথা তুলে ধরে তিনি প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে আমিও পারবো, এই প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। তিনি প্রতিযোগিতাময় বিশ্বে নিজেকে যোগ্য করে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি তথ্য ও বিজ্ঞান ও অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। এসময় ডিসি’র মত একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে শিক্ষকের ভূমিকায় পেয়ে নানাভাবে উৎসাহিত হন কলেজের শিক্ষার্থীরা। সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস জানিয়েছেন, জেলা প্রশাসকের মত একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সেদিন যেভাবে শিক্ষার্থীদেরকে শিক্ষকের ভূমিকায় পরামর্শ দিয়েছেন এতে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহিত হয়েছে। ওই সময় স্যারের পরামর্শ শুনে এক শিক্ষার্থী ভবিষ্যতে প্রকৌশলী হওয়ারও ইচ্ছা পোষন করেন।






মাগুরা আব্দুল গণি একাডেমীর ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
মাগুরায় শিক্ষা উপকরণ পেল ২৭০ শিক্ষার্থী
মাগুরা জেলা পুস্তক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মাগুরায় দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ
মাগুরায় সরকারি বালক বিদ্যালয়ে জামায়াত প্রার্থীর রাজনৈতিক প্রচারণার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
পাইকগাছায় উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ -আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন
পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরসহ খুলনার চার কলেজ থেকে পাশ করেনি কেউ
খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরায় বিনামূল্যে বই পেল ৫০ অস্বচ্ছল শিক্ষার্থী 