মঙ্গলবার ● ১৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫ জন ছাত্রী বৃত্তি পেয়েছে
শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫ জন ছাত্রী বৃত্তি পেয়েছে
![]()
এস ডব্লিউ নিউজ ॥
জেএসসি পরীক্ষায় ৫জন সাধারণ বৃত্তি পেয়ে পাইকগাছার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় সফলা অর্জন করেছে। ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় ৯ জন ছাত্রী এ প্লাস পেয়েছে। এর মধ্যে আবিদা সুলতানা, তূর্ণা সরকার, তিথি দেবনাথ, রমা দেবনাথ, রাজিয়া সুলতানা বৃত্তি পেয়েছে ও এ প্লাস পেয়েছে নুসরাত জান্নাতি সুম্মা, তাহসিন আক্তার, সংগিতা সাধু ও হোচনেয়ারা খাতুন। জেএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে ১০৩ জন ছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে ৯৭ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে ৯ জন এ প্লাস, ২৫ জন এ, ১৫ জন এ-, ১৯ জন বি ও ২৯ জন সি পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়ের এ সাফল্যে অভিভাবক ও এলাকার সুধীজন অভিনন্দন জানিয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অঞ্জলী রানী শীল জানান, এলাকার মেধাবী ছাত্রীরা পাইকগাছা ও ভোলানাথ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর অন্যান্য ছাত্রীরা আমাদের স্কুলে ভর্তি হয়। বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ছাত্রীদের অতিরিক্ত ক্লাস নিয়ে মান সম্পন্ন করে তুলতে পারায় এ সফলতা অর্জন করতে পেরেছি। তবে বিগত বছর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে ম্যানেজিং কমিটির মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। কমিটির সদস্যবৃন্দ শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখলে বিদ্যালয়ে থেকে আরো ছাত্রীরা সফল্য অর্জন করতে পারতো। তিনি ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও এলাকার সুধীজনের নিকট বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য সহযোগিতা কামনা করেছে। তাহলে এ বিদ্যালয় থেকে আগামীতে আরো উল্লেখযোগ্য সফলতা অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।






শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
মাগুরায় শিক্ষা উপকরণ পেল ২৭০ শিক্ষার্থী
মাগুরা জেলা পুস্তক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মাগুরায় দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ
মাগুরায় সরকারি বালক বিদ্যালয়ে জামায়াত প্রার্থীর রাজনৈতিক প্রচারণার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
পাইকগাছায় উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ -আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন
পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরসহ খুলনার চার কলেজ থেকে পাশ করেনি কেউ
খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরায় বিনামূল্যে বই পেল ৫০ অস্বচ্ছল শিক্ষার্থী
খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন 