

বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় বিনামূল্যে বই পেল ৫০ অস্বচ্ছল শিক্ষার্থী
মাগুরায় বিনামূল্যে বই পেল ৫০ অস্বচ্ছল শিক্ষার্থী
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বিনামূল্যে বই পেল ৫০ অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১ টায় মাগুরা জেলা প্রশাসক কক্ষে জেলা পরিষদের অর্থায়নে অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম প্রধান অতিথি থেকে সদরের ৫ টি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান , নাজির আহমেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ হায়াত আলী ও শিক্ষার্থী নয়ন সাহা প্রমূখ।
জেলা পরিষদ জানায়,জেলার অসচ্ছল শিক্ষার্থীদের জন্য জেলা পরিষদ বিভিন্ন কাজ করে যাচ্ছে। এরই আলোকে সদরের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা সামগ্রী বিতরণের কাজ অব্যাহত রয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে সদরের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হলো।