শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

SW News24
শুক্রবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » শিক্ষা » শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে দু’দিন ছুটি
প্রথম পাতা » শিক্ষা » শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে দু’দিন ছুটি
৩০৪ বার পঠিত
শুক্রবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে দু’দিন ছুটি

এস ডব্লিউ;---  করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু ২২ ফেব্রুয়ারি থেকে।  নতুন কারিকুলাম এই সময় থেকে পরীক্ষামূলক ভাবে শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি বলেন, দেশের ১০০টি বিদ্যালয়ে পাইলটিং ক্লাস শুরু করার কথা থাকলেও ৬২টিতে শুরু করা হবে। তবে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সংক্রমণ পরিস্থিতি আরও দুই সপ্তাহ পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময়ে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলবে অনলাইনে। মাধ্যমিক স্তরে ২২ ফেব্রুয়ারি শুরু হলেও প্রাথমিকে তা মার্চ থেকে শুরু হবে।
আর নতুন কারিকুলামে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন কাটাতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা। আগে ছুটি ছিল শুধু শুক্রবার, এখন শনিবারও ছুটি থাকবে।  
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে স্কুল-কলেজ খোলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ আবু বকর ছিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, স্কুল-কলেজ খোলায় ষষ্ঠ শ্রেণির ক্লাস নতুন কারিকুলামে নিতে আর কোনো বাধা নেই। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম শুরু করা হবে। পাইলটিং সফল হলে আগামী বছর সারাদেশে এ শ্রেণিতে আধুনিক কারিকুলাম বাস্তবায়ন করা হবে।
দীপু মনি বলেন, ২২ ফেব্রুয়ারি  থেকে স্কুল-কলেজে সশরীরে ক্লাস শুরু হলেও যাদের দুই ডোজ করোনা টিকা নেওয়া হয়েছে তারা স্কুলে যাবে। বাকিরা বাড়িতে থেকে অনলাইন ও টিভিতে ক্লাস করবে। তবে আশার কথা হলো, মাধ্যমিক স্তরের ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীর মধ্যে এ পর্যন্ত ১ কোটি ৮০ লাখ শিক্ষার্থীর অধিকাংশ প্রথম ডোজ নিয়েছে। পাশাপাশি ৩৬ লাখের মতো শিক্ষার্থী দ্বিতীয় ডোজের আওতায় এসেছে। ২২ ফেব্রুয়ারির মধ্যে বাকিদের দ্বিতীয় ডোজের আওতায় আনা হবে।
মহামারির ছুটির আগে ও পরে শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছুটিগুলো এখনো আছে। সাপ্তাহিক ছুটিও দুই দিন। এ বিষয়ে দু’ষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকে শনিবার ছুটি রাখেন না। এখন থেকে রাখবেন সেই সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি, একজন শিক্ষক বা শিক্ষার্থীর সপ্তাহে দু’টা দিন একটু যদি ব্রেক না হয়। এখন তো কম সময়ে ক্লাস করছিল তারপরও একটু ব্রেকটার দরকার আছে। সেটাকে যদি বাদ দিয়ে দিতে পারতাম, তাহলে কয়েকটা দিন বেশি পেতাম। মাসে চারটা দিন বেশি পেতাম সেটা ঠিক। আবার ধর্মীয় কিছু ছুটি আছে, নানা রকম বিষয় আছে।
তিনি বলেন, আমাদের যেগুলো জাতীয় দিবস, সেই দিনে খুলে রাখার কথা ভাবিনি। জাতীয় দিবসে অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে। কিন্তু শ্রেণিকক্ষে পাঠদান হয় না। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
শিক্ষামন্ত্রী বলেন, রিকভারি প্ল্যানের মধ্যে যদি দেখি যেকোনো জায়গায় দিন কমালে আরও বেশি সুবিধা হবে, সেটা ভেবে দেখব। কিন্তু ঢালাওভাবে ভাবতে পারছি না। কারণ যারা কাজটি করেন তাদেরও তো সঠিকভাবে ডেলিভারি দিতে হবে। অনলাইনের চাপটাও আছে। শিক্ষকেরা ক্লাসেও পড়িয়েছেন আবার অনলাইনেও ক্লাস নিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ে জানায়, ২০২২ সালে নতুন শিক্ষাক্রমের পাইলটিং করার কথা। আর ২০২৩ সাল থেকে পরিমার্জিত নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। ২০২৫ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ের কারিকুলাম বাস্তবায়ন সম্পন্ন হবে। উচ্চ মাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে ২০২৬ ও ২০২৭ সালে। নতুন শিক্ষাক্রম অনুসারে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হচ্ছে।
অন্যদিকে, প্রাথমিক স্তরের প্রথম শ্রেণির ১০০টি বিদ্যালয়ে মাধ্যমিকের সঙ্গে পাইলটিং শুরু হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। 
তিনি বলেন, প্রথম শ্রেণির নতুন কারিকুলামে পাইলটিং কবে থেকে শুরু করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে তা শুরু করবো। সিদ্ধান্ত নেওয়ার পর তা জানিয়ে দেওয়া হবে।





শিক্ষা এর আরও খবর

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বগুড়ারচক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত পাইকগাছায় বগুড়ারচক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত
শিক্ষা হতে হবে আদর্শভিত্তিক       -ভূমিমন্ত্রী শিক্ষা হতে হবে আদর্শভিত্তিক -ভূমিমন্ত্রী
পাইকগাছায় স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ ; নির্বাচন স্থগিত পাইকগাছায় স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ ; নির্বাচন স্থগিত
পাইকগাছায় প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ পাইকগাছায় প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর সম্পন্ন পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর সম্পন্ন
পাইকগাছায় ২৮ শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরন পাইকগাছায় ২৮ শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরন
পাইকগাছায় বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষকে সম্মাননা প্রদান পাইকগাছায় বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষকে সম্মাননা প্রদান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ৬৪ জেলা সাইকেল ভ্রমণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ৬৪ জেলা সাইকেল ভ্রমণ
যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আর্কাইভ