বুধবার ● ১৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » মাশরাফির ভালোবাসায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী ফিরোজ
মাশরাফির ভালোবাসায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী ফিরোজ

ফরহাদ খান, নড়াইল।
নড়াইল-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ। বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহরের বঙ্গবন্ধু চত্বরে দলের যৌথসভায় এ ঘোষণা দেন তিনি। নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার প্রতি সমর্থন জানিয়েছে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জেলা জাপার সভাপতি ফায়েকুজ্জামান ফিরোজ।

এ সময় তিনি বলেন, এ আসনে মহাজোটের প্রার্থী মাশরাফি বিন মর্তুজার প্রতি ভালোবাসার টানে তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমার দলের নেতাকর্মীরা এখন থেকে মাশরাফিকে বিজয়ী করার জন্য কাজ করবে। এ সময় ফিরোজকে করতালি দিয়ে স্বাগত জানান আওয়ামী লীগ, জাপাসহ মহাজোটের নেতারা।
এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী, নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, কাউন্সিলর রেজাউল বিশ্বাস প্রমুখ। এছাড়া সভায় জাপা নেতা হাদিউজ্জামান হাদি, যুবসংহতির মোস্তাফিজুর রহমান মোস্ত, কাজী শহিদুল ইসলাম, তুহিন আরাফাত, সাঈদ আহমেদ, আবুল হাসান চঞ্চল, বদিয়ার রহমান, শাহরিয়ার পারভেজ ইমনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।






ব্যতিক্রমী প্রচারণায় নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদ
মাগুরায় আটটি গ্রামের ৫ হাজার সনাতনী নারী পুরুষ বিএনপিতে যোগদান
পাইকগাছায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত
কয়রায় যুব সমাবেশে যাওয়ার পথে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের মৃত্যু
মাগুরায় ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন
নড়াইলে নাশকতার ৪ মামলায় সাবেক এমপি আ’লীগ নেতা মুক্তির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
এ দেশের প্রতিটা ঘরে ঘরে ধানের শীষের ভোটার আছে- পাইকগাছা যুব সমাবেশে ড.আসাদুজ্জামান রিপন
মাগুরায় জাতীয়তাবাদী পৌর মহিলা দলের সমাবেশ
উপদেষ্টাদের কেউ কেউ একটি দলকে ক্ষমতায় নিতে চেষ্টা করছে: গোলাম পরওয়ার
মাগুরা পৌর বিএনপির দ্বি- বার্ষিক নির্বাচনে কিজিল, সুমন ও উৎপল বিজয়ী 