মঙ্গলবার ● ৭ মে ২০১৯
প্রথম পাতা » সর্বশেষ » পাইকগাছায় ছেলেধরা ও বোরকা পার্টির আতংক : আটক ৩
পাইকগাছায় ছেলেধরা ও বোরকা পার্টির আতংক : আটক ৩
এস ডব্লিউ নিউজ
॥
খুলনার পাইকগাছায় ছেলেধরা ও বোরকা পার্টির আতংকে শিশুদের ঘরের বাইরে যেতে দিচ্ছেন না পিতা-মাতারা। সর্বত্রই আতংকে ছড়িয়ে পড়েছে। গত দু’দিনে জনগণ পাইকগাছার বিভিন্ন অঞ্চল থেকে অজ্ঞাত ৩জন ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছে।
উপজেলার বিভিন্ন অঞ্চলে রাতে অজ্ঞাত ব্যক্তিরা বোরকা পরে বেপরোয়া ঘোরা ফেরা করছে বলে জানা গেছে। এ সন্দেহে রোববার রাতে কপিলমুনি থেকে কামরান (৪০) নামে একযুবককে ধরে পুলিশী সোপর্দ করেছে। তার বাড়ী সিলেটের শাহপরান গ্রামে বলে সে জানায়। সোমবার রাতে গদাইপুর গ্রাম থেকে পিয়ার শেখ (৪০), তার বাড়ী সিরাজগঞ্জ ও গোপালপুর মানিকতলা থেকে ত্রিজিৎ (৪৭), তার বাড়ী যশোরের কন্দোল গ্রামে। স্থানীয় জনগণ আটক করে তাদেরকে থানা পুলিশী দিয়েছে। ধৃত দু’ব্যক্তি নানা ভঙ্গিময় বলছে। যাতে কিছুই বোঝ না। যে কারণে তাদের চলা ও বলায় সাধারণ জনগণের কাছে সন্দেহের সৃষ্টি হয়েছে। আটক ৩ ব্যক্তি মস্তিস্ক বিকৃত হতে পারে বলে পুলিশ বলছে। এ সব অজ্ঞাত ব্যক্তিদের আনা-গোনায় ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। গ্রামের পিতা-মাতারা তাদের কমলমতি শিশুরাপা ঠশালার সহ রাস্তায় ওঠাবন্ধ করে দিয়েছে। ওসি এমদাদুল হক শেখ বলেন, ৩ ব্যক্তিকে ছেলে ধরা বোরকা পার্টি সন্দেহে জনগণ ধরে থানায় সোপর্দ করেছে। তবে তাদের আচরণ স্বাভাবিক মানুষের মত না, পাগলও হতে পারে। এলাকায় যা শোনা যাচ্ছে, সবই গুজব, এতে আতংকিত হওয়ার কিছু নেই। আটকৃতদের আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছে।






পাইকগাছায় বাজার খোলা দূর্গা মন্দিরের কমিটি গঠন
২০২১ সালে সড়কে নিহত ৭৮০৯, আহত ৯০৩৯
কপোতাক্ষের ভাঙ্গনে পাইকগাছার বোয়ালিয়া মালোপাড়ার বাসিন্দারা নির্ঘুম রাত কাটাচ্ছে
পাইকগাছায় নবাগত ইউএনও মমতাজ বেগমের যোগদান
পাইকগাছায় ভাঙ্গা মাটির ঘরে তপন বিশ্বাসের মানবেতর জীবন যাপন
পাইকগাছায় আগুনে পুড়ে রেস্টুরেন্ট এর কারখানা ভস্মীভূত
মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি নূরুল হক।
পাইকগাছা মৎস আড়ৎ খুলে দেওয়ায় শত শত লোকের সমাগম, করোনা আতঙ্কে উপজেলাবাসী।
আশাশুনির কোলায় খোলপেটুয়া নদীর পাউবো’র বেড়ীবাঁধ আবারও ভেঙ্গে ৪ গ্রাম প্লাবিত, কর্তৃপক্ষ ছাড়াই বাঁধ রক্ষায় কাজ চলছে স্বেচ্ছাশ্রমে
আশাশুনির কুড়িকাহুনিয়ায় পাউবো’র ভেড়ীবাঁধ ভেঙ্গে তিন গ্রাম প্লাবিত 