শনিবার ● ১১ জুলাই ২০২০
প্রথম পাতা » রাজনীতি » কোন দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণেই উপ-নির্বাচনের সিদ্ধান্ত প্রধান নির্বাচন কমিশনার
কোন দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণেই উপ-নির্বাচনের সিদ্ধান্ত প্রধান নির্বাচন কমিশনার
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে শনিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পেছানোর আইনগত কোন সুযোগ নেই। কোন ব্যক্তি বা দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মহামান্য রাষ্ট্রপতি বিষয়টি সুপ্রিম কোর্টে নিতে পারেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির স্মরণাপন্ন হয়েছিলাম। তিনিও বলেছেন নির্বাচন না করার কোন সুযোগ নেই। শনিবার দুপুরে যশোর-৬ কেশবপুর আসনের উপ-নির্বাচন উপলক্ষে কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত ও প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, করোনা আছে, আরো অনেকদিন থাকবে। তার জন্য সবকিছু বন্ধ রাখা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের কেন্দ্রে আসতে প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একইসাথে ভোট কেন্দ্রে ভোটারদের মাস্ক খুলে পরিচয় নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার ও জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান সুষ্ঠুভাবে নির্বাচন স¤পন্ন করতে নির্বাচনের সার্বিক সহায়তা দাবি করেন। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শাহাদাৎ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার, ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, ডিজি এফ আই যশোরের কর্ণেল জিএম, যশোর পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন প্রমুখ।






আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো- এমপি প্রার্থী তাজুল ইসলাম
অবহেলিত পাইকগাছা-কয়রাকে রোল মডেল করতে চাই- বিএনপি সংসদ সদস্য প্রার্থী বাপ্পী
আশাশুনিতে জিয়া সাইবার ফোর্সের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ উদ্বোধন
খুলনা- ৬ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়
মাগুরায় বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে গণ সংবর্ধনা
নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদের নির্বাচনী সভা অনুষ্ঠিত
মনোনয়ন পেলেন মাগুরা-১ মনোয়ার হোসেন খান,মাগুরা-২ এ্যাড. নিতাই রায় চৌধুরী
লোহাগড়ায় সাবেক মন্ত্রী প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভা
নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা 