বৃহস্পতিবার ● ৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » সাহিত্য » বনভোজন
বনভোজন

বনভোজন
মাধুরী রানী সাধু
কুড়ি সালকে বিদায় দিতে
আমরা করছি বনভোজন,
ছেলেমেয়েরা উদ্যোগ নিয়েছে
হরেক রকম আয়োজন।
স্কুল-কলেজ বন্ধ সবার
নেই কোন পড়াশোনা,
বনভোজন করতে হবে
তাই নিয়ে আলোচনা।
কয়দিন ধরে ব্যস্ত তারা
বনভোজন নিয়ে,
প্রয়োজনীয় জিনিসপত্র আনছে
সবার বাড়ি গিয়ে।
ছেলেমেয়েদের আবদারে
মায়েরাও থাকছে সাথে,
সবাই মিলে বনভোজনটা
করবে ওরা রাতে।
মিউজিক হবে নাচ হবে
থাকবে সাথে গান,
সর্বশেষ হবে খাওয়া-দাওয়া
মনে বইছে খুশির বান।
আতঙ্কের এই -বিশ সালটা
সবাই চায় বিদায় দিতে,
নতুন বছর পেয়ে তাই
সবাই উঠেছে মেতে।






সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত
৪ নভেম্বর সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মদিন
আবদুল্লাহ ; কাজী ইমদাদুল হক
নড়াইলে সাহিত্য আলোচনা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর 