মঙ্গলবার ● ২৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » পরিবেশ » মুক্ত আকাশে উড়লো তিন শতাধিক বক
মুক্ত আকাশে উড়লো তিন শতাধিক বক
এস ডব্লিউৃ নিউজ: নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে শিকার করা অন্তত তিন শতাধিক বক শিকারিদের কাছ থেকে উদ্ধার করে আকাশে উড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন।
মঙ্গলবার ২৬ 
অক্টোব সকালে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন পরিবেশ কর্মীদের সঙ্গে নিয়ে গুরুদাসপুর উপজেলার খুবজীপুর, বিলশা, হরদোমা, দিঘদারিয়া, যোগেন্দ্রনগর ও পৌর সদরের বিলসহ প্রায় ১০টি মাঠে অভিযান চালিয়ে পাখি শিকার করা ১৫টি ফাঁদ ধ্বংস করা হয় এবং ১৫টি শিকারী বক, দুই শতাধিক বস্তায় রাখা ও শতাধিক বক খাচায় বন্দি অবস্থায় উদ্ধার করা হয়। এসময় ইউএনওর উপস্থিতি টের পেয়ে পাখি শিকারিরা পালিয়ে যায়।
পরে মাঠের মধ্যেই পরিবেশ কর্মীদের সঙ্গে নিয়ে বকগুলো আকাশে অবমুক্ত করেন নির্বাহী কর্মকর্তা মো.তমাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী নাজমুল হাসান, মেহেদী হাসান তানিম, রাসেল আহম্দে, সাদেক হাসান ও মনির হোসেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জীববৈচিত্র রক্ষা ও বকসহ পাখি শিকার বন্ধে বিভিন্ন জায়গায় প্রচার-প্রচারণা এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চলনবিলের বিভিন্ন মাঠের পানি নামতে শুরু করেছে। এ সময় ব্যাপক ছোট মাছের দেখা মেলে। খাবারের সন্ধানে এ মৌসুমে চলনবিলাঞ্চলে বকসহ পরিযায়ী পাখির দেখা মেলে। এক শ্রেণির অসাধু শিকারি বকের আনাগোনার স্থানে কলা ও বেঁতের পাতা দিয়ে বাঁশের সাহায্যে ফাঁদ তৈরি করে। শিকারিরা ফাঁদের ভেতর লুকিয়ে বাঁশের লাঠিতে বাঁধা পোষা বক নাড়াচারা করিয়ে অন্য বক আকৃষ্ঠ করে তা শিকার করে থাকে।

      
      
      




    পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত    
    পাইকগাছায় মুগ্ধতা ছড়াচ্ছে শরতের কাশফুল    
    খুলনায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা    
    পাইকগাছায় চেচুঁয়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন    
    পাইকগাছায় বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি    
    পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত    
    পাইকগাছায় শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি    
    পাইকগাছায় শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি    
    বরিশালের সাতলার লাল শাপলা দেখতে দর্শনার্থীদের ভিড়    
    মাগুরায় সবুজ উৎসবে সম্মাননা পেল মাগুরা প্রেসক্লাব    