শুক্রবার ● ৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » সাহিত্য » হেমন্তের সূচনা
হেমন্তের সূচনা
মাধুরী রানী সাধু=
মৃদু মৃদু হিমেল হাওয়া
লাগছে মোদের গায়,
ঘাসের ডগায় শিশির বিন্দু
হেমন্তে দেখা যায়।
গাছের পাতা ঝরতে শুরু করে
ঋতুর আবর্তনে,
পুরাতনকে বিদায় দিয়ে
নতুনের আগমনে।
মাঠ ভরে ওঠে সোনার ধানে
কৃষকের মুখে হাসি,
ফসল কাটার আমন্ত্রণে
একত্র হয় চাষী।
অতিথি পাখি আসতে শুরু করে
বাংলার বুকে,
জলাশয় এর মাঝে বিচিত্র রূপ
মন মেতে ওঠে সুখে।
খালে বিলে শাপলা শালুক
গাছে গাছে নানান ফল,
পাতার ফাঁকে সোনালী রোদ
করে শুধু ঝলমল।
হেমন্তে রাতের আকাশে
বসে তারার মেলা,
চন্দ্রালোকের বিচ্চুরণে
প্রকৃতি করে খেলা।
হেমন্তের সূচনা সেতো
শীতের আগমন,
মলিনতার মধ্য দিয়ে
শান্তির জাগরণ।






সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত
৪ নভেম্বর সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মদিন
আবদুল্লাহ ; কাজী ইমদাদুল হক
নড়াইলে সাহিত্য আলোচনা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর 