মঙ্গলবার ● ২২ মার্চ ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চিংড়ী চাষী সুখেন হত্যার প্রধান আসামী প্রকাশ আটক
পাইকগাছায় চিংড়ী চাষী সুখেন হত্যার প্রধান আসামী প্রকাশ আটক
পাইকগাছা প্রতিনিধি; পাইকগাছায় সুখেন সর্দার(৫৫) হত্যাকান্ডে জড়িত প্রধান আসামী প্রকাশ সর্দার (৩৫)কে লস্কর ইউপি চেয়ারম্যান আটক করে পুলিশে সোপর্দ করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কয়রা থানার আমাদী ইউনিয়নের চক গোয়ালবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার ভড়েঙ্গার চক গ্রামের মৃত জয়দেব সর্দারের ছেলে। ধরা পড়ার পর সে পুলিশ ও চেয়ারম্যানের কাছে হত্যার দায় স্বীকার করেছে। উল্লেখ্য গত ৭ মার্চ রাত ১০ টার দিকে সুখেন সর্দারকে তার নিজ চিংড়ী ঘেরের পাশে কুপিয়ে হত্যা করা হয়। সে উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ভড়েঙ্গার চক গ্রামের মৃত গোষ্ট সর্দারের ছেলে। ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান এ হত্যাকান্ডে প্রকাশ জড়িত বিষয়টি নিশ্চিৎ হওয়ার পর থেকে পুলিশের পাশাপাশি আমরাও তাকে খুঁজতে থাকি। এক পর্যায়ে গোপন সংবাদে তার অবস্থান নিশ্চিত হয়ে উক্ত স্থান থেকে আটক করে পুলিশে সোপর্দ করি। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জিয়া জানান,প্রকাশ এ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।তার সাথে আরও কারা জড়িত কি কারণে হত্যাকান্ড ঘটিয়েছে সে ব্যাপারে আরও জিজ্ঞাবাদ করার আছে।






লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ
মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন
পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ
পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট
নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪
পাইকগাছায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
তালায় খেয়া থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া রবিউলের লাশ উদ্ধার 