শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

SW News24
বুধবার ● ৭ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » প্রশাসন কর্মকর্তাগণ দেশ ও জনগণের সেবক : সিটি মেয়র
প্রথম পাতা » আঞ্চলিক » প্রশাসন কর্মকর্তাগণ দেশ ও জনগণের সেবক : সিটি মেয়র
১৯৬ বার পঠিত
বুধবার ● ৭ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রশাসন কর্মকর্তাগণ দেশ ও জনগণের সেবক : সিটি মেয়র

 খুলনা বিভাগে ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। 

নবনিযুক্ত কর্মকর্তাদের প্রশাসনিক বিষয়ে ধারণা প্রদান, ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি ও চৌকস কর্মকর্তা হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে সিটি কর্পোরেশনের গঠন ও কার্যাবলীসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করার লক্ষ্যে কেসিসি কর্তৃক এ ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করা হয়। নবনিযুক্ত কর্মকর্তাদের স্বাগত জানিয়ে সিটি মেয়র বলেন, প্রশাসন কর্মকর্তাগণ দেশ ও জনগণের সেবক। সর্বদা দেশের সেবায় নিবেদিত থেকে কর্মকর্তাদের জনকল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে সিটি মেয়র আরো বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশের দক্ষিণাঞ্চলকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে উপক‚লীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষ জীবন-জীবিকার তাগিদে খুলনা মহানগরীতে এসে বসবাস করছে। বিদ্যমান নাগরিকসহ এ সকল উদ্বাস্তু মানুষের কল্যাণে সিটি কর্পোরেশন কাজ করছে।খুলনা সিটি কর্পোরেশন গঠনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় খুলনায় পূর্বের যে কোন সময়ের তুলনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে ও হচ্ছে। 
উলে­খ্য, ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪০ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে। 
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদ। 
নব যোগদানকৃত কর্মকর্তাদের কেসিসি’র কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন তুলে ধরেন সচিব মোঃ আজমুল হক। অন্যান্যের মধ্যে কেসিসি’র প্যানেল মেয়র সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনু, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, চিফ প্লানিং অফিসার আবির উল জবক্ষার, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, আর্কিটেক্ট রেজবিনা খানম, ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তাগণ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।  ---





আর্কাইভ