সোমবার ● ২৪ জুলাই ২০২৩
প্রথম পাতা » কৃষি » আশাশুনিতে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময়
আশাশুনিতে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময়
আশাশুনি : আশাশুনিতে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালনের উদ্বোধীতে ‘নিরাপদ মাছে ভরবে দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নুর। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের উপস্থাপনায় আলোচনায় রাখেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস, এম আহসান হাবিব, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি এবং মহিষকুড় মৎস্য সেট কমিটির সভাপতি মোল্লা আরিফুল ইসলাম, মহেশ্বরকাটি সেট কমিটির কোষাধ্যক্ষ বিকাশ চন্দ্র বাছাড়, সাবেক মেম্বর কল্যানী সরকার, মৎস্য চাষী সুরঞ্জন মন্ডল, সঞ্জয় সরকার, রিতা বিশ্বাস প্রমূখ। মতবিনিময় সভা শেষে চিংড়িতে অপদ্রব্য পুশ ও ভেজানোর বিরুদ্ধে আলোচনা ও বিভিন্ন প্রকার সিদ্ধান্ত নেয়া হয়।