সোমবার ● ২৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্কুল শিক্ষককে লাঞ্চিত করায় থানায় জিডি
পাইকগাছায় স্কুল শিক্ষককে লাঞ্চিত করায় থানায় জিডি
পাইকগাছা উপজেলার গড়ুইখালী ইউনিয়নের বগুলারচজ এ কে পি কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে জনসম্মুখে লাঞ্চিত,অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি প্রদান এবং সভাপতিকেও গালিগালাজ করায় ৪ জনের নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরী হয়েছে। জিডি নং ১৫৪২। বিদ্যালয়ের সভাপতি জি এম আব্দুর রব গাজী বাদী হয়ে ২৮ জানুয়ারি রবিবার থানার অভিযোগে ৪ জনের নাম উল্লেখ করে জিডি করেন। তারা হলেন, পাতড়াবুনিয়া গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে মোঃ আঃগফুর, মোঃ শুকুর আলী সরদার ছেলে হাফিজুর সরদার, মুনছুর সরদারের ছেলে মোঃ ইউসুফ সরদার ও কানাখালী গ্রামের মৃত খগেন্দ্রনাথ সানার ছেলে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোষ্ঠ বিহারী সানা। তারা গত ২১ জানুয়ারি পূর্ব অনুমতি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। এমতাবস্থায় সভাপতি হাজিরা খাতায় অনুপস্থিত লিখিয়া স্বাক্ষর করে। এরই ধারাবাহিকতায় ৪ নং বিবাদী গত ২৫ জানুয়ারিন বৃহস্পিতিবার সকাল সাড়ে এগাটার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারি কাজে উপজেলার উদ্দেশ্যে রওনা হওয়া মাত্রই বিদ্যালয়ের গেটের সামনে পূর্বে থেকে অবস্থানরত ১ থেকে ৩ নং বিবাদী প্রধান শিক্ষকের পথে বাধা দেয় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অফিস কক্ষে ফিরে নিয়ে যায়। ৪ নং বিবাদী গোষ্ঠ বিহারী সানা প্রধান শিক্ষককে খাতায় অনুপস্থিত লেখা কর্তন করতে বলেন, এসময় প্রধান শিক্ষক বলেন সভাপতি সাহেব করেছেন। একথা বলার পর ১ থেকে ৩ নং বিবাদী সভাপতি কে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ খুন জখমের হুমকি প্রদান করে। অভিযোগে আরো উল্লেখ করেন ঘটনার সময় আশেপাশের শিক্ষকসহ গেটের বাইরের লোকজন উক্ত ঘটনা দেখেন ও শোনেন। এছাড়াও বিবাদীরা প্রধান শিক্ষককে জোরপূর্বক হাজিরা খাতায় অনুপস্থিত কাটতে বাধ্য করে। ফলে বিবাদীদের দারায় যেকোনো মুহূর্তে সভাপতি ও তার পরিবারের জান মালের ক্ষতিসহ শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার আশঙ্কায় থানায় অভিযোগে উল্লেখ করেন তিনি। এবিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই উত্তম বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর দপ্তরে এক অভিযোগে উল্লেখ করেন, ৪ নং বিবাদী সহকারী শিক্ষক গোষ্ঠ বিহারী সানা বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে দলাদলি করে বারবার বিদ্যালয়ের স্বার্থ পরিপন্থী কার্যকলাপ করে আসছেন।






মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন
পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ
পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট
নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪
পাইকগাছায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
তালায় খেয়া থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া রবিউলের লাশ উদ্ধার
মাগুরায় যৌথ অভিযানে ১১ ইটভাটায় ২৫ লক্ষ টাকা জরিমানা 