সোমবার ● ২৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্কুল শিক্ষককে লাঞ্চিত করায় থানায় জিডি
পাইকগাছায় স্কুল শিক্ষককে লাঞ্চিত করায় থানায় জিডি
পাইকগাছা উপজেলার গড়ুইখালী ইউনিয়নের বগুলারচজ এ কে পি কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে জনসম্মুখে লাঞ্চিত,অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি প্রদান  এবং সভাপতিকেও গালিগালাজ করায় ৪ জনের নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরী হয়েছে। জিডি নং ১৫৪২। বিদ্যালয়ের সভাপতি  জি এম আব্দুর রব গাজী বাদী হয়ে  ২৮ জানুয়ারি রবিবার থানার অভিযোগে ৪ জনের নাম উল্লেখ করে জিডি করেন। তারা হলেন, পাতড়াবুনিয়া গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে মোঃ আঃগফুর, মোঃ শুকুর আলী সরদার ছেলে হাফিজুর সরদার, মুনছুর সরদারের ছেলে মোঃ ইউসুফ সরদার ও কানাখালী গ্রামের মৃত খগেন্দ্রনাথ সানার ছেলে  অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোষ্ঠ বিহারী সানা। তারা গত ২১  জানুয়ারি পূর্ব অনুমতি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। এমতাবস্থায় সভাপতি  হাজিরা খাতায় অনুপস্থিত লিখিয়া স্বাক্ষর করে। এরই ধারাবাহিকতায় ৪ নং বিবাদী গত   ২৫ জানুয়ারিন বৃহস্পিতিবার  সকাল সাড়ে এগাটার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারি কাজে উপজেলার উদ্দেশ্যে রওনা হওয়া মাত্রই বিদ্যালয়ের গেটের সামনে পূর্বে থেকে অবস্থানরত ১ থেকে ৩ নং বিবাদী  প্রধান শিক্ষকের পথে বাধা দেয় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অফিস কক্ষে ফিরে নিয়ে যায়।  ৪ নং বিবাদী গোষ্ঠ বিহারী সানা প্রধান শিক্ষককে খাতায় অনুপস্থিত লেখা কর্তন করতে বলেন, এসময় প্রধান শিক্ষক বলেন সভাপতি সাহেব করেছেন। একথা বলার পর ১ থেকে ৩ নং বিবাদী সভাপতি কে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ খুন জখমের হুমকি প্রদান করে। অভিযোগে আরো উল্লেখ করেন ঘটনার সময় আশেপাশের শিক্ষকসহ গেটের বাইরের লোকজন উক্ত ঘটনা দেখেন ও শোনেন। এছাড়াও বিবাদীরা প্রধান শিক্ষককে জোরপূর্বক হাজিরা খাতায় অনুপস্থিত কাটতে বাধ্য করে। ফলে বিবাদীদের দারায় যেকোনো মুহূর্তে সভাপতি ও তার পরিবারের জান মালের  ক্ষতিসহ শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার আশঙ্কায় থানায় অভিযোগে উল্লেখ করেন তিনি। এবিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই উত্তম বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর দপ্তরে এক অভিযোগে উল্লেখ করেন, ৪ নং বিবাদী  সহকারী শিক্ষক গোষ্ঠ বিহারী সানা বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে দলাদলি করে বারবার বিদ্যালয়ের স্বার্থ পরিপন্থী কার্যকলাপ করে আসছেন।

      
      
      




    পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন    
    শ্রীপুরে  দু-গ্রুপের সংঘর্ষ আহত ৬, বাড়িঘর ভাঙচুর লুটপাট    
    পাইকগাছায় শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক উদ্ধার    
    বাসে অজ্ঞান পার্টির খপ্পরে শ্রমিক; আটক অজ্ঞান পার্টির সদস্য    
    পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক সোহরাব আলীর মর্মান্তিক মৃত্যু    
    নড়াইলের কালিয়ায় দুই শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ, সহকর্মীদের মারধর !    
    পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ২ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা    
    কেশবপুরে মাদক ও পুলিশের পোশাকসহ একজন আটক    
    মাগুরার বলু গ্রামে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন    
    পাইকগাছায় মেয়ে ও মাকে নির্মমভাবে মারধর; থানায় অভিযোগ    