মঙ্গলবার ● ২৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » আ’লীগের নৃশংসতার স্মরণে নড়াইলে জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল
আ’লীগের নৃশংসতার স্মরণে নড়াইলে জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল

ফরহাদ খান, নড়াইল ; আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংসতার স্মরণে নড়াইলে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আয়োজনে সোমবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংসতায় জামায়াতের ইসলামীর নেতাকর্মীরা শাহাদাতবরণ করেন।
প্রধান অতিথির বক্তব্য দেন-জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও নড়াইল জেলার শাখার সাবেক আমির মাওলানা মির্জা আশেক এলাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-সংগঠনের নড়াইল জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
এছাড়া বক্তব্য দেন-জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারী সেক্রেটারী আয়ুব হোসেন খান, অধ্যাপক আব্দুস সামাদ, আবুল বাশার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহবুবুর রহমান, জাকির হোসেন বিশ্বাস, মুহাম্মদ খিয়াম উদ্দিন, আকিদুল ইসলাম, হেমায়েতুল হক হিমু, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মিরাজুল ইসলাম, মাওলানা হাদিউজ্জামান, মাওলানা তরিকুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর লগি-বৈঠার তান্ডবে আমাদের ভাইদের নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্মম এই হত্যাকান্ডের বিচার চাই। এছাড়া নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।






নির্বাচন ও রাজনীতি থেকে অবসরের ঘোষণা বিএনপি নেতার
জাপার মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর এর প্রচারণা শুরু
মাগুরা-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মনোয়ার হোসেন খান
মাগুরায় ওসমান হাদির মৃত্যুতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল
নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
মাগুরায় স্বতন্ত্র ও গণঅধিকার পরিষদ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
মাগুরা-১ আসনের ধানের শীষ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
মাগুরায় প্রবীন আওয়ামীলীগ নেতা নাশকতা মামলায় গ্রেফতার
মাগুরায় ৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
পাইকগাছায় রাজনৈতিক ব্যানার-ফেস্টুন অপসারণ 