শনিবার ● ২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » লোহাগড়ায় জামায়াতের সুধী সমাবেশ ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
লোহাগড়ায় জামায়াতের সুধী সমাবেশ ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

ফরহাদ খান, নড়াইল ; নড়াইলের লোহাগড়া উপজেলায় জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকেলে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন-সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন। সভাপতিত্ব করেন-জামায়াতের লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন লোহাগড়া উপজেলা সেক্রেটারি জামিরুল হক টুটুল।
এদিকে, সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন-যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির মির্জা আশেক এলাহী। প্রধান বক্তা ছিলেন-জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু এবং দ্বিতীয় বক্তা-জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন-আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডাক্তার এস এম মোস্তাফা কামাল, জেলা বিএনপির সহসভাপতি নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল, দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আহাদুজ্জামান বাটু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, মাওলানা শাফায়েত হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন, নড়াইল সদর উপজেলা আমির হাফেজ মিরাজুল ইসলাম, লোহাগড়া পৌর জামায়াতের আমির হাফেজ ইমরান হুসাইন, নড়াইল পৌর আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলামসহ অনেকে।






নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদের নির্বাচনী সভা অনুষ্ঠিত
মনোনয়ন পেলেন মাগুরা-১ মনোয়ার হোসেন খান,মাগুরা-২ এ্যাড. নিতাই রায় চৌধুরী
লোহাগড়ায় সাবেক মন্ত্রী প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভা
নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা
ব্যতিক্রমী প্রচারণায় নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদ
মাগুরায় আটটি গ্রামের ৫ হাজার সনাতনী নারী পুরুষ বিএনপিতে যোগদান
পাইকগাছায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত
কয়রায় যুব সমাবেশে যাওয়ার পথে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের মৃত্যু
মাগুরায় ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন 