রবিবার ● ২৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার কপিলমুনিতে তৃতীয় লিঙ্গের চন্দনার অস্বাভাবিক মৃত্যু
পাইকগাছার কপিলমুনিতে তৃতীয় লিঙ্গের চন্দনার অস্বাভাবিক মৃত্যু
![]()
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে তৃতীয় লিঙ্গের চন্দনা মন্ডল (২০) এর মৃত্যু হয়েছে। সে কপিলমুনির গোলাবাটি এলাকার আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা ও কয়রা উপজেলার চান্নিরচক বউ বাজার এলাকার আনন্দ মন্ডলের সন্তান।
২৩ নভেম্বর শনিবার রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে নিজ ঘরে তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিক তার মৃত্যুর কারণ জানা যায়নি।
স্থানীয়রা জানায়, চন্দনা ছাড়াও ঐ প্রকল্পে আরো ২ জন তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায় বসবাস করে। চন্দনার সহকর্মী জুঁই জানান, রাত ৯ টার দিকে তারা এক সাথে কপিলমুনি বাজার থেকে কেনা-কাটা সেরে বাসায় আসে। তখন সে একেবারেই স্বাভাবিক ছিল। তবে বাসায় ফেরার পর চন্দনা বমি করতে থাকে। এসময় তারা স্থানীয় গ্রাম্য ডাক্তার মাহামুদুল্লাহকে বাসায় ডেকে আনলে ডাক্তার জানায়, তার পালস নেই কিভাবে চিকিৎসা করবেন। এসময় তিনি তাকে অন্যত্র নেওয়ার পরামর্শ দিয়ে চলে যান। এর কিছুক্ষণ পরেই তার মত্যৃ হয়। সহকর্মী জুঁই আরো জানায়, সে একটি ছেলের সাথে মোবাইলে কথা বলতো। প্রায় আড়াই মাস আগে সে হারপিক পান করে। এরপর বিভিন্ন স্থানের চিকিৎসা নেওয়ার পর সে সুস্থ্য হয়।
এব্যাপারে স্থানীয় কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনাস্থল উপজেলার হরিঢালী পুলিশ ফাঁড়ির মধ্যে। তিনি হরিঢালী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে জানিয়েছেন।






মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন
পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ
পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট
নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪
পাইকগাছায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
তালায় খেয়া থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া রবিউলের লাশ উদ্ধার
মাগুরায় যৌথ অভিযানে ১১ ইটভাটায় ২৫ লক্ষ টাকা জরিমানা
মাগুরায় গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা 