

শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছা উপজেলা স্কাউটস কাউন্সিলের ত্রি-বার্ষিক সম্মেলন
পাইকগাছা উপজেলা স্কাউটস কাউন্সিলের ত্রি-বার্ষিক সম্মেলন
পাইকগাছা উপজেলা স্কাউটস কাউন্সিলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনকে সভাপতি মনোনীত করা হয়। সাধারণ সম্পাদক পদে নির্বাচনে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান সরদার। কমিশনার পদে কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন প্রধান শিক্ষক অনুপ কুমার সরকার। যুগ্ম সম্পাদক পদে পূর্ব কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলীম গাজী নির্বাচিত হন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন রবিউল ইসলাম। কোষাধ্যক্ষ পদে ঘোষাল বান্দিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধান শিক্ষক ও কাব শিক্ষকদের ভোটের মাধ্যমে উপজেলা স্কাউটস কাউন্সিলের নতুন কমিটি গঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যরা স্কাউটস কার্যক্রম আরও গতিশীল করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সম্মেলনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।