

রবিবার ● ৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় শহীদ মেহেদী হাসান রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় শহীদ মেহেদী হাসান রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরা প্রতিনিধি :মাগুরায় শহীদ মেহেদী হাসান রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। আজ রবিবার বিকালে শহরের নোমানী ময়দানে ১৬ দলীয় এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আমিনুর রহমান খান পিকুল ও সাবেক থানা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন কুতুব। এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও আয়োজক কমিটির প্রধান সাদ্দাম হোসেন গোর্কি উপস্থিত ছিলেন। শহীদ মেহেদী হাসান রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক নুরুল ইসলাম সুমনের সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্টে জেলার ১৬ টি দল অংশ নিয়েছে। রবিবার উদ্বোধনী খেলায় মাগুরা জেলা ফুটবল একাডেমী মুখোমুখি হয়েছে শ্রীপুরের টিকারবিলা ফুটবল একাডেমি। খেলায় উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে। সোমবার বিকালে সদরের বগুড়া ফুটবল একাডেমির সাথে মুখোমুখি হবে কামারখালী ফুটবল একাদশের।