

বুধবার ● ২৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » কৃষি » অতিবৃষ্টিতে পাইকগাছার নার্সারীর ৭০ লাখ টাকার চারা মরে গেছে
অতিবৃষ্টিতে পাইকগাছার নার্সারীর ৭০ লাখ টাকার চারা মরে গেছে
অতিবৃষ্টিতে পাইকগাছার নার্সারীর গাছের চারার ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার নার্সারীর প্রায় পাঁচ লাখ চারা মরে ও নস্ট হয়ে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এবছর আষাঢ় মাসের শুরু থেকে একটানা বৃস্টি ছিলো। আষাঢ়ের এক টানা অতিবৃষ্টিতে নার্সারী চারার ক্ষেতে পানি জমে থাকায় গাছের গোড়া পচে ও পাতা হলুদ হয়ে মরে যাচ্ছে। পানি নেমে যাওয়ার পর প্রখর রৌদ্রের তীব্র গরমে চারা মরে শুকিয়ে গেছে। অতিবর্ষণে জলাবদ্ধতার কবলে পড়ে নার্সারী আম, কাঠাল, নিম, লিচুসহ বিভিন্ন প্রজাতির রেনু চারা মরে গেছে।
কৃষিতে অবদানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন সততা নার্সারীর মালিক অশোক কুমার পাল। তিনি জানান, তার নার্সারীতে কাঠালের চারা ১০ হাজার, নিম ৭ হাজার, আম ২০ হাজারসহ বিভিন্ন প্রজাতির চারা মরে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।