

সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় বিশ্ব খাদ্য দিবসে মানববন্ধন ও আলোচনা সভা
মাগুরায় বিশ্ব খাদ্য দিবসে মানববন্ধন ও আলোচনা সভা
মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় বিশ্ব খাদ্য দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় মাগুরা- ঝিনেদা সড়কে স্টেডিয়াম গেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জেলা খাদ্য কমিটি মাগুরা। মানববন্ধনে জেলা শাখার সভাপতি কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান পিন্টু, জেলা খাদ্য কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন মেরি ও অর্পনা রানী কুন্ডু প্রমূখ। সভায় বক্তারা অবিলম্বে খাদ্য নিরাপত্তা আইন প্রণয়ন, নিত্য পণ্যের দাম স্থিতিশীল, নিয়মিত বাজার মনিটরিং, স্বল্প মূল্য খাদ্য সরবরাহ বৃদ্ধি করা, দারিদ্র প্রবন এলাকা ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে খাদ্য ও পুষ্টি নিরাপত্তার প্রতি জোর আহবান জানানো হয়। মানববন্ধন শেষে বিদ্যমান বৈষম্য হ্রাস করে সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিসর বৃদ্ধির মাধ্যমে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য কমানোর দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।