সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি; নড়াইলে সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার-কৃষিবিদ ড. নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন-সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী খাইরুল ইসলামসহ অনেকে।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং সহযোগী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের অনুষ্ঠানের আয়োজনে করে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ রুবেল আলী, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার কৃষিবিদ রায়হানুল ইসলাম চৌধুরী, জাগরণী চক্র ফাউন্ডেশনের ট্রেনিং অফিসার কৃষিবিদ আরাফাত হোসেন, জাহিদুর রহমান, হাদিউজ্জামান, আশিকুজ্জামান, নজরুল ইসলাম, নাদিম হোসেনসহ মাইক্রো ওয়াটারসেড (খাল) কমিটি ও ইউনিয়ন পরিষদের স্থানীয় প্রতিনিধিরা।
বক্তারা বলেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের মাধ্যমে খাল ও পুকুর সংস্কারের ফলে কৃষির উন্নয়ন হয়েছে। জলবায়ু সহিষ্ণু ধানের জাতের পাশাপাশি মিষ্টি কুমড়া, লাউ, শশা, তরমুজসহ বিভিন্ন ধরণের সবজিতে উন্নত জাত ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বেড়েছে। এছাড়া দেশি মাছের অভয়াশ্রম যেমন সৃষ্টি হয়েছে, তেমনি মাছ উৎপাদন বেড়েছে। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমেছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হয়েছে। খাল ও পুকুর পুনঃখননের মাধ্যমে এলাকার মানুষের ব্যাপক উপকার হচ্ছে।
অনুষ্ঠানে কৃষিবিদ ড. নাজমুন নাহার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, অগ্রগতি ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।






খুলনার পাইকগাছায় আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ
শ্যামনগরে হাঁস-মুরগি পালনে ৭২ জন নারী-পুরুষের প্রশিক্ষণ সম্পন্ন
মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরন
পাইকগাছায় ৯ বছরের শিশু কন্যা নিখোঁজ
পাইকগাছায় কৈশোর কার্যক্রম ও উপজেলা দিবস উদযাপন
শ্যামনগরে পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
নড়াইলে কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
পাইকগাছায় পুলিশ সুপারের মতবিনিময় ও সুধী সমাবেশ
উপকূলীয় পাইকগাছায় সিটিসিআরপি সড়কে বদলাচ্ছে যোগাযোগ ব্যবস্থা
মাগুরায় এলপিজি ব্যবসায়ী সমিতির মানববন্ধন 