

বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » নতুন কুঁড়িতে পাইকগাছার মেয়ে হৃদিষা রায় বৃন্দা চূড়ান্ত পর্বে উত্তীর্ণ
নতুন কুঁড়িতে পাইকগাছার মেয়ে হৃদিষা রায় বৃন্দা চূড়ান্ত পর্বে উত্তীর্ণ
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুঁড়িতে পাইকগাছার মেয়ে হৃদিষা রায় বৃন্দা চূড়ান্ত বাছাই পর্বে উত্তীর্ণ হয়েছে। জাতীয় পর্যায়ে সেরা ১০ এর মধ্যে ৭ম স্থান অধিকার করেছে। পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দিপংকর রায় এর কন্যা হৃদিষা রায়। দিপংকর রায় রূপালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় ঢাকাতে সহকারী ব্যবস্থাপক হিসেবে বর্তমানে কর্মরত আছেন। মাতা রমা মন্ডল গৃহীনি। হৃদিষা রায় সকলের কাছে আর্শিবাদ ও দোয়া চেয়েছেন।