

বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
মাগুরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
মাগুরা প্রতিনিধি : মাগুরায় শিক্ষার মান বাড়াতে পারফমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিউশন স্কিম এর আওতায় আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সদর উপজেলা রক্ষা কর্মকর্তা আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী কমিশনার ভূমি দেওয়ান আসিফ পেলে ও সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা প্রদ্যুৎ কুমার দাস। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে ।