

বুধবার ● ১৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » সাবেক ছাত্রনতা জুবায়েরের আয়োজনে ও দেবেন এর সহযোগিতায় কোকোর ৫৬ তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল
সাবেক ছাত্রনতা জুবায়েরের আয়োজনে ও দেবেন এর সহযোগিতায় কোকোর ৫৬ তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল
সাবেক ছাত্রদল নেতা এস এম আবু জুবায়েরের আয়োজনে এবং পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরজিত ঘোষ দেবেনের সার্বিক তত্ত্বাবধানে বুধবার সকালে পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়ন ছাত্রদল আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা ও বেহেস্তবাসী করার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাড়ুলী ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির আহমেদ, খুলনা জেলা বিএনপির সাবেক নেতা হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন বিএনপি নেতা বাবু সামাদ, মনসুর আলী, তকিম গাজী, মাসুম গাজী, খোকন সরদার, যুবদল নেতা আব্দুস সামাদ, মাহবুবুর রহমান, বাচ্চু সরদার, ছাত্রদল নেতা হাবিবুর রহমান, পাইকগাছা কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তূর্যসহ বিএনপি, যুবদল, ছাত্রদল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।