

শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা থেকে শিশু শ্রমিক আশরাফুল হারিয়েছে
পাইকগাছা থেকে শিশু শ্রমিক আশরাফুল হারিয়েছে
পাইকগাছা থেকে শিশু শ্রমিক আশরাফুল (১২) হারিয়ে গিয়েছে। ১২ দিন যাবত তাকে কোথায়ও খুজে না পাওয়ায় তার মামা মো: শাহ আলম পাইকগাছা থানায় অভিযোগ করেছেন।
জানা গেছে, হারানো শিশু মোঃ আশরাফুল ইসলাম উপজেলার কমলাপুর গ্রামের মোঃ আজিজুল ইসলামের পুত্র। আশরাফুল এক মাস যাবত গদাইপুর ইউনিয়ানের নতুন বাজারে তার খালু সাইদুরের গ্যারেজে শ্রমিকের কাজ করত। ১০ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় পাশের দোকান থেকে দুই শত টাকা আনতে গিয়ে আর ফিরে আসেনি। সাইদুর বাজারের বিভিন্ন স্থানে খুজে না পেয়ে তার পিতা ও মামা শাহ আলমকে ফোনে জানায়। তারা বিভিন্ন স্থান ও আত্নীয় স্বজনের বাড়ীতে খোজ নিয়ে আশরাফুলকে না পেয়ে মামা মো: শাহ আলম বাদী হয়ে পাইকগাছা থানায় অভিযোগ করেছেন। শিশু আশরাফুলকে যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি খোঁজ পান তাহলে ০১৯২২০১৭১৭৬ ও ০১৯৮১৬৮৪১৪৫ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য তার পরিবার অনুরোধ করছে।