

মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় কাটিপাড়া দক্ষিণ চর খাস খাল অবমুক্তর দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
পাইকগাছায় কাটিপাড়া দক্ষিণ চর খাস খাল অবমুক্তর দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
খুলনার পাইকগাছার কাটিপাড়া দক্ষিণ চর খাস খাল অবমুক্তর দাবীতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার রাড়ুলী ইউনিয়ানের কাটিপাড়া বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতা আব্দুস সালামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাইফুদ্দিন সুমন, স্থানীয় বিএনপি নেতা সরদার নাজির আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া মৌজায় ৩-৪ শত বিঘা জমিতে পানি উঠানামার একমাত্র খালটি স্থানীয় আব্দুস সাত্তার মোড়ল কয়েকটা খন্ডে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। যার ফলে পানি সরবরাহের পথ সম্পুর্ন বন্ধ হয়ে গেছে।
এদিকে গত দুই মাস যাবৎ একটানা বৃষ্টির পানিতে উল্লেখিত জমি পানিতে নিমজ্জিত হয়ে আছে। বার বার জমির মালিকরা বাঁধ কেটে পানি নিষ্কাশনের কথা বললেও সাত্তার মোড়ল সেদিকে কর্ণপাত করছেনা। ফলে কৃষরা আমন ধান চাষ করতে পারছে না। এজন্য মানববন্ধনে কাটিপাড়ায় খাস খাল অবমুক্ত করে দ্রুত পানি নিষ্কাশনের দাবী জানান।