

শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » দীর্ঘ ১৭ বছর বিএনপি কারো কাছে মাথা নত করেনি - কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাড.নিতাই রায় চৌধুরী
দীর্ঘ ১৭ বছর বিএনপি কারো কাছে মাথা নত করেনি - কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাড.নিতাই রায় চৌধুরী
মাগুরা প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর এ দেশের মানুষের কোন স্বাধীনতা ছিল না। এ সময় মানুষের অধিকার কে হরন করা হয়েছিল। বিএনপি অসংখ্য নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হয়েছিল। দেশের গণতন্ত্র ও বিচার ব্যবস্থাকে একনায়কতন্ত্রে পরিণত করেছি ফ্যাসিস্ট সরকার। তারা সমাবেশে বলেছিল তাদের সরকার কোনদিন পালাবে না। কিন্তু এদেশে জনগণের কথা না ভেবে এই সরকার ঠিকই ভারতে পালিয়ে গেল।
আজ শনিবার মোহাম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাড়িখালি হাই স্কুল মাঠে রাজনৈতিক প্রতিসিংহার রাজাপুর রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শহীদ আবু তৈয়ব মোল্যার ২য় শাহাদাত বাষিকীতে এ কথাগুলো বলেন, বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী।
তিনি আরো বলেন বিগত সময়ে, এই রাজাপুর ইউনিয়নে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নিহত হয়ে ছিল ইউনিয়ন ছাত্রদলের সহ- সভাপতি আবু তৈয়ব মোল্যা।
তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি কাছে কারো মাথা নত করেনি। ফ্যাসিস্ট এদেশ থেকে চলে গেলেও তার দোসদরা এদেশে রয়ে গেছে। এদেশে বসে তারা নানা ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। আমরা শহীদ আবু তৈয়ব হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। সেই সাথে এদেশে যারা বিএনপি নেতাকর্মীরা চারা বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
নির্বাচনকে সামনে রেখে তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। মাগুরা জেলার ইউনিয়ন ও ওয়াড কমিটির কাজ ইতিমধ্যে চলমান রয়েছে। বিগত বিভিন্ন আন্দোলনে আমি ও আমার পরিবার রাজপথে লড়াই করেছি। ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিরুদ্ধে ১৭ বছর মাঠে ছিলাম এখনো আছি। এ মহম্মদপুরে কোনো গ্রুপিং চলবে না। বার্ষিকীতে রাজাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোসলেম উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অ্যাড রোকনুজ্জামান খান, এড মিঠুন রায় চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য মৈমুর আলী মৃধা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ,সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা জাসাসের সদস্য সচিব ফেরদৌস রেজা, মোহাম্মদপুর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুব সম্পাদক মনিরুল ইসলাম মুকুল প্রমুখ।
সভায় মোহাম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।