

মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় বিদ্যালয় প্রাঙ্গণে উত্তরণ এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
খুলনায় বিদ্যালয় প্রাঙ্গণে উত্তরণ এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
উন্নয়ন সংস্থা উত্তরণ ৩০ নং ওয়ার্ড খুলনা সিটি কর্পোরেশনের রুপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ১৯ আগস্ট মঙ্গলবার সকালে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় এই কর্মসূচি উদ্বোধন করেন প্র্যাকটিক্যাল এ্যাকশন এর কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম। এ সময় আরও উপস্থিত ছিলেন রুপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহাবুর রহমান, প্র্যাকটিক্যাল এ্যাকশন এর ক্লাইমেট থিমেটিক লিড তামান্না রহমান, ফিল্ড অপারেশন ম্যানেজার এ.জে.এম শফিকুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার পলাশ সরকার। উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান এবং উত্তরণ-এর সহকারী সমন্বয়কারী সাধনা রানী গুহ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাহিদ হাসান, মনিরুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই মহতী উদ্যোগ নেবার জন্য উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে ধন্যবাদ জানান। এই বৃক্ষ রোপণ কর্মসূচি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য বৃক্ষ রোপণের প্রতি উৎসাহ ও পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় রুপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে নানা জাতের ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করে টেকসই নিরাপত্তা বেষ্টনী প্রদান করা হবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশের সুরক্ষা, তাপদাহ কমানো ও কার্বন শোষণে এই প্রকল্পের অধীনে বৃক্ষ রোপণ করবে।