

রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
পাইকগাছায় শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন ও বিতারণ কর্মসুচি অব্যহত রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় “গাছ লাগাই- পরিবেশ বাঁচাই” এই প্রতিপাদ্যে ২৪ আগস্ট রোববার দুপুরে উপজেলার শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতারণ করা হয়েছে।
বৃক্ষরোপণ ও চারা বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অজ্ঞলি রানী শীল, সিনিয়র শিক্ষক কনিকা ঘোষ, জি,এম শওকত হোসেন, শংকর প্রসাদ মুনি, রীতা রায়, ফাতেমা খাতুন, তপন কুমার মণ্ডল, মোহাম্মদ মহিববুল্লাহ, সহকারি শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, অমিতাভ বিশ্বাস, মোঃ মোস্তাফিজুর রহমান (রনি), মোঃ মোস্তাফিজুর রহমান (বুলবুল), সুশান্ত কুমার হালদার, রাবেয়া খাতুন, অফিস সহকারি মোঃ মোমিনুর রহমান, মোঃ মোজাম আলী সরদার, সেলিনা খাতুন, পরিবেশ কর্মী আলম গাজী ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। বিদ্যালয় চত্তরে আশফল, পেয়ারার চারা রোপন ও বিতারণ করা হয়েছে।
পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বর্ষাকালে বৃক্ষের চারা রোপণের উপযুক্ত সময়। এ সময় প্রচুর বৃষ্টি হয় এবং উর্বরা শক্তিবৃদ্ধি পায়। চারা শিকড় দ্রুত মাটিতে ছড়িয়ে পড়ে এবং খাবার তৈরিতে সক্ষম হয়।পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে ভাদ্র মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কের পাশে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতারণ ও রোপন কর্মসূচি অব্যহত থাকবে।