

রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় উপজেলা পর্যায়ে সপ্রবি’তে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা
পাইকগাছায় উপজেলা পর্যায়ে সপ্রবি’তে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন পাইকগাছা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের আয়োজনে উপজেলা কমিটির সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা কমিটির সেক্রেটারি প্রধান শিক্ষক অঞ্জলী রাণী শীল, কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা, প্রশিক্ষক ছিলেন, সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকার, সদস্য কবরী সরকার, কোহিনূর খানম, সালমা আক্তার, যুবা সদস্য আমেনা খাতুন, বিজ্ঞ পাখি শামছুর নাহার রুমা, শাহানা পারভীন, সালেহা রহমান, শওকাতারা, লুৎফুন্নাহার, শামীমা নাসরিন সিমা, পাপিয়া সুলতানা সহ ৮টি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন হলদে পাখি ।