

শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মহম্মদপুরে খালে গোসলে নেমে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
মহম্মদপুরে খালে গোসলে নেমে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে খালে গোসল করতে গিয়ে তারিন (৮) সিনতিয়া (৯) তানহা (৯) নামের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাঁপাতলা গ্রামে চরম হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে।
মৃত্যু তারিন- মো. আনারুল, সিনথিয়া- সাজ্জাদুল ইসলাম এবং তানহা- তারিকুল ইসলামের মেয়ে। তাদের করুণ মৃত্যুতে চাঁপাতলা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে পাশাপাশি বাড়ির তারিন, সিনতিয়া ও তানহা নামের এই তিন শিশু বাড়ীর পাশে চাঁপাতলা খালে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তারা প্রচন্ড স্রোতে পড়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তাদেরকে গোসল করতে না দেখে স্থানীয়রা বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে তিন শিশুকে খুঁজতে চেষ্টা করেন। পরে শিশুদেরকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা: আসাদুর রহমান পরীক্ষার মাধ্যমে তাদেরকে মৃত্যুর ঘোষণা করেন।
একই সাথে তিনটি শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অফিসার ইনচার্জ মো. আব্দুর রহমান জানান, বাড়ির পাশের খালে গোসল করতে নেমে তিন শিশু পানিতে ডুবে মারা যায়। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরী নিহতদর বাড়িতে যান এবং সমবেদনা জানান।