শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় জাতীয়তাবাদী পৌর মহিলা দলের সমাবেশ
মাগুরায় জাতীয়তাবাদী পৌর মহিলা দলের সমাবেশ
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাগুরা পৌর শাখার মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে মাগুরা ৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এ মহিলা সমাবেশের আয়োজন করে পৌর মহিলা দল মাগুরা শাখা।
মহিলা সমাবেশে পৌর মহিলা দলের আহ্বায়ক খুরশিদ ইয়াসমিন ইতির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের সহ-ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক এ্যাড. নেওয়াজ হালিমা আরলী। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মাগুরা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি,সাধারণ সম্পাদক এ্যাড.ফারহানা পারভিন বিউটি । বক্তব্য রাখেন মাগুরা পৌর বিএনপি’র সদ্য নির্বাচিত সভাপতি মাসুদ হাসান খান কিজিল । অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জেসমিন রহমান স্মতি।
মহিলা সমাবেশে কেন্দ্রীয় সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এড. নেওয়াজ হালিমা আরলী বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা এক হতে পারেনি। দীর্ঘ ১৭ বছর পর আজ মানুষ মত প্রকাশ করতে পারছে। বিগত ফ্যাসিস্ট সরকার এই ১৭ বছর এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। মানুষ ভোটের অধিকার হারিয়েছিল। আজ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আমরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয় করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে। জাতীয় মহিলা দলের সকল সদস্যের প্রতি আহ্বান আপনারা সকল বিভেদ ভুলে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধ হন।






নড়াইল-২ আসনে ধানের শীষে জর্জের মনোনয়ন দাবিতে বিশাল গণমিছিল
খুলনা -৬ আসনে ধানের শীষকে বিজয়ী করতে এমপি প্রার্থী বাপ্পীর সাথে এনামুল হকের ঐক্য
মাগুরা-২ আসনে জামাতের প্রার্থী এমবি বাকেরের বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা
পাইকগাছায় সনাতনীদেরসাথে মতবিনিময় সভা; সবাই মিলে স্বাধীনতার মূলবোধ প্রতিষ্ঠা করতে চাই - বাপ্পী
নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জর্জের গণসংযোগ
কেশবপুরে শহীদ আবুবকর আবুর সপ্তম মৃত্যুবার্ষিকী: বিচারের দাবিতে উত্তাল স্মরণসভা
মাগুরায় ইউনিয়ন বিএনপি’র দ্বন্দ্বে অফিস ভাঙচুর
আশাশুনির তেঁতুলিয়া বাজারে কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ
মাগুরা - ২ আসনের বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
দেশ বাঁচাতে ধানের শীষে ভোট দিন - বেগম সেলিমা রহমান,সদস্য বিএনপি স্থায়ী কমিটি 