

বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পাইকগাছায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটির জিরবুনিয়া স্লুইস গেটের মুখে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পাইকগাছা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাইকগাছা থানার নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পাইকগাছা নৌ পুলিশের এস আই সবুর হোসেন জানান, নিহতের নাম ও ঠিকানা উদ্ধারের চেষ্টা চলছে। তার বয়স হবে আনুমানিক ৩০-৩৫ বছর। মরদেহটি উদ্ধারের সময় তার পরনের প্যান্টের পকেট থেকে ১টি এন্ড্রয়েট মোবাইল ফোন, ১ চার্জার ও ১টি প্লাস পাওয়া গেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত মামলা হয়েছে।