রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় নজরুল সংগীত এবং উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষনের সমাপনী
মাগুরায় নজরুল সংগীত এবং উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষনের সমাপনী
মাগুরা প্রতিনিধি : মাগুরায় সংগীত প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গুনীজন সম্মাননা ও আলোচনা সভার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন সারেগামা সংগীত নিকেতনের।
শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে অর্পিতাদে স্বাগত বক্তব্যে অতিথি বৃন্দদের এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্থ প্রতিম দাস, জেলা কালচারাল অফিসার জেলা শিল্পকলা একাডেমি মাগুরা। বিশেষ অতিথি আ.ন.ম সিরাজ উদ্দীন মিহির, সংগঠক, লেখক, গবেষক এবং আহবায়ক জাতীয়তা বাদী সাংস্কৃতিক সংসদ মাগুরা। শফিকুল ইসলাম শফিক নাট্য অভিনেতা, নাট্য নির্দেষক, সংগঠন এবং মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। সভাপতিত্ত করেন বিপুল কুমার পাল সারেগামাপা সংগীত নিকেতন এর প্রতিষ্ঠাতা পরিচালক মাগুরা।
অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিতের সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বারন করে নেয় সংগঠন এর পক্ষ থেকে। সাথে সাথে মাগুরার সাংস্কৃতিতে অগ্রণী ভূমিকা পালন করার জন্য অতিথি সহো ৬ জনকে উত্তরিও এবং সম্মাননা স্মারক প্রদান করেন সারেগামা সংগীত নিকেতন মাগুরার প্রতিষ্ঠাতা পরিচালক বিপুল কুমার পাল।
বিশেষ অতিথি আ.ন.ম সিরাজ উদ্দীন মিহির বলেন সারেগামা সংগীত নিকেতন মাগুরার ঐতিহ্য বাহি একটি সংগঠন যেখানে মাগুরার ছোট ছেলে মেয়েরা তাদের সংগীত শেখার জন্য গুরুত্বপূর্ণ একটি সংগঠন হিসেবে পেয়েছে। এই সংগঠনে মাগুরার গুরুত্বপূর্ণ প্রশিক্ষক মিলে ছোট্ট সেনা মনিদের সংগীতের হাতে খড়ি দিয়ে আসছে এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। একসময় এই সংগীত চর্চা হয়ে উঠবে এই বাচ্চাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ একটা দিক, এটা আমার দৃঢ় বিশ্বাস ।
অনুষ্ঠানে ট্রেনিং প্রাপ্ত (৫০ জন) শিক্ষার্থীদের মাঝে অতিথিদের হাত থেকে সনদ পত্র বিতরন করা হয়। সব শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অুষ্ঠান শেষে সভাপতি বিপুল কুমার পাল সকল সংগীত শিক্ষা নবিশ শিক্ষার্থীদের পাশে সারেগামা সংগীত নিকেতন নিরলস সহযোগিতায় অঙ্গিকার বদ্ধ। শেষে অতিথি, অভিভাবক এবং ট্রেনিং প্রাপ্ত দের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন সকলকে পাশে থাকার আহোবান জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।






সোমবার শুরু হচ্ছে ক্যাতায়নী উৎসব, চলছে বর্ণিল প্রস্তুতি
নতুন কুঁড়িতে পাইকগাছার মেয়ে হৃদিষা রায় বৃন্দা চূড়ান্ত পর্বে উত্তীর্ণ
পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
লালনের আদর্শে অন্যায় ও অবিচারমুক্ত জীবন ধারণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
মাগুরায় লালন সাইয়ের তিরোধান দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
যশোরে সাংস্কৃতিক সংগঠন, সংস্কৃতিকর্মী, লেখক-কবি ও সাহিত্যিকদের সাথে মতবিনিময় সভা
শালিখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাজী আল আমিনের শুভেচ্ছা উপহার প্রদান
পাইকগাছায় প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
সম্প্রীতির বন্ধনে দুর্গোৎসব ১৫টি মসজিদ-মন্দিরের পাশাপাশি অবস্থান, নেই কোনো বিদ্বেষ 