মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » বিশেষ সংবাদ » সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত
সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত
খুলনার পাইকগাছায় সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল সাহিত্যিকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, কবিতা আবৃতি, আলোচনা সভা, সম্মাননা পত্র ও পুরস্কার প্রদান। মঙ্গলবার ১১ টায় উপজেলার নতুন বাজার কার্যালয়ে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উপদেষ্টা কাজী জামান উল্লাহ, কবি ও ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি,পাইকগাছা সরকারি কলেজের প্রভাষক উজ্জল কুমার রায়, পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর (বাংলা) মোঃ ইমরান খান, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু। বক্তব্য রাখেন, সাংবাদিক আবুল কালাম আজাদ, রাজু আহম্মেদ,সাদিয়া সুলতানা, লিনজা আক্তার মিথিলা, নাফিসা সুলতানা, মোহনা আক্তার রিমি প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষার্থীসহ এলাকার সুধিজন।
মাধ্যমিক স্কুল পর্যায়ে কাজী ইমদাদুল হকের জীবনী রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান নাফিসা সুলতানা মিথিলা দ্বিতীয় স্থান রাফিয়া তাবাচ্ছুম ইকরা, তৃতীয় স্থান মোহনা আক্তার রিমি এবং কুইজ প্রতিযোগীতায় প্রথম স্থান সাদিয়া সুলতানা দ্বিতীয় স্থান লিনজা আক্তার ও তৃতীয় স্থান অধিকার করেন জান্নাতুন নাহার। এছাড়া রচনা ও কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় ও শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রতিযোগী ৪০ জন ছাত্র- ছাত্রীকে পুরষ্কার প্রদান করা হয়েছে।
উল্লেখ্য কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদ ২০০২ সাল থেকে সাহিত্যিকের জন্মদিন ও মৃত্যু দিবস পালন করে আসছে। ২০১৬ সাল থেকে কাজী ইমদাদুল হক স্মৃতি পদক ও সম্মাননা সনদ প্রদান করছে।
শিক্ষা বিভাগে বিভিন্ন কাজে অসামান্য দক্ষতা, গভীর দায়িত্ববোধ ও উদ্ভাবনী শক্তির স্বীকৃতিস্বরূপ তৎকালীন ব্রিটিশ সরকার তাকে ১৯১৯ সালে খান সাহেব উপাধিতে ভূষিত করেন ও ১৯২৬ সালে তাকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করে।
অনুষ্ঠানে বক্তারা, উপমহাদেশের কৃতি সন্তান ও সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্মদিন জাতীয়ভাবে পালন, বেদখলীয় সাহিত্যিকের পৈত্রিক জমি উদ্ধার পূর্বক কমপ্লেক্স নির্মাণ ও পাঠ্যপুস্তকে তার জীবনী এবং আব্দুল্লাহ উপন্যাস পুনরায় অন্তর্ভূক্ত করার দাবী জানান।
কাজী ইমদাদুল হক ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন। খ্যাতিমান সাহিত্যিক কাজী ইমদাদুল হক ১৯২৬ সালের ২০ মার্চ কলকাতায় মৃত্যুবরণ করেন।






পাইকগাছায় কাজের অভাবে হাজার হাজার শ্রমিক বিভিন্ন জেলার ইটভাটায় যাচ্ছে
পাইকগাছায় নবলোক ও ওয়াটার এইড প্রতিনিধিবৃন্দের সাথে পৌর কর্মকর্তাদের মত বিনিময় সভা
ডাক্তার পঙ্কজ কান্তি মণ্ডলের হাতের ছোঁয়ায় পাল্টে গেছে শ্রীপুরের দোরাননগর গ্রামের চিত্র
পাইকগাছা সড়ক বেহাল, অল্প বৃষ্টিতেই হাঁটুপানি
আষাঢ়ের টানা বৃষ্টিতে উপকূলীয় পাইগাছার জনজীবন বিপর্যস্ত
ঈদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে; শীর্ষে মোটরসাইকেল
তীব্র তাপপ্রবাহে অস্বস্তিতে প্রাণীকুল
বেতগ্রাম-পাইকগাছা-কয়রা সড়ক প্রশস্ত ও বাঁক সরলীকরণে জমি অধিগ্রহণে গাফিলতিতে ফেরত যাচ্ছে ৩৯ কোটি টাকা
পাইকগাছা-সাতক্ষীরা সড়কের বাঁকা ব্রীজটি চরম ঝুকিতে; ভারি যানবাহন চলাচল বন্ধ 