শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ন ১৪৩২

SW News24
শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » সাহিত্য » নড়াইলে সাহিত্য আলোচনা অনুষ্ঠিত
প্রথম পাতা » সাহিত্য » নড়াইলে সাহিত্য আলোচনা অনুষ্ঠিত
২০ বার পঠিত
শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে সাহিত্য আলোচনা অনুষ্ঠিত

---নড়াইল প্রতিনিধি ; নড়াইল সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে নড়াইল কবিতা আসরের আয়োজনে শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদরের শিমুলিয়া গ্রামে কবি বিপুল বিশ্বাসের বাড়িতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

নড়াইল কবিতা আসরের প্রচার সম্পাদক এসকে সরকারের সঞ্চালনায় ও আগদিয়া শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-প্রবীণ কবি আতিয়ার রহমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন-খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-মাগুরার বেরইল নাজির আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ধ্রæব দাম, গোবরা মিত্র মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রবীন্দ্রনাথ অধিকারী, প্রধান শিক্ষক অরুন বিশ্বস, চলচিত্র পরিচালক শামসুল ইসলাম স্বপন, সাংবাদিক ফরহাদ খানসহ অনেকে।

অনুষ্ঠানে আবৃত্তি করেন-নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক কবি উজির আলী, আমাদা দাখিল মাদরাসার শিক্ষক কবি আমিনূল ইসলাম কাইয়ূম, ইসলামাবাদ দাখিল মাদরাসার শিক্ষক কবি টিপু সুলতান, চন্দ্রকথা সাহিত্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি সবুজ সুলতানসহ অনেকে।

আগামি ২২ ডিসেম্বর নড়াইল সদরের কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের সন্তান ‘মানবতার কবি’ বিপুল বিশ্বাসকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।





আর্কাইভ