শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ন ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » নারী ও শিশু » পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান
প্রথম পাতা » নারী ও শিশু » পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান
৩৪ বার পঠিত
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান

 ---নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ঈমান উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, প্রেসক্লাব পাইকগাছা সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও বিশিষ্টজনেরা।

আলোচনা সভা শেষে অদম্য নারী পুরস্কার–২০২৫ এ পাইকগাছা উপজেলার পাঁচ গুণী নারীকে সম্মাননা স্মারক, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃতরা হলেন, অর্থনৈতিক সাফল্য: হাবিবা আক্তার রিতি, শিক্ষা ও কর্মক্ষেত্র: সুজাতা আমিন, নির্যাতন জয়ী নারী: নাসরিন খাতুন, সফল জননী: ফিরোজা খাতুন, সমাজ উন্নয়ন: তেরেজা গোমেজ।

সম্মাননা প্রাপ্তদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, এ ধরনের স্বীকৃতি নারীদের এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে। বক্তারা বেগম রোকেয়ার কর্মময় জীবন ও আদর্শ তুলে ধরে নারী অধিকার প্রতিষ্ঠা, নারী শিক্ষা বিস্তার ও নেতৃত্ব বিকাশে তাঁর অবদানের কথা উল্লেখ করে বলেন, রোকেয়ার চিন্তা-চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সমতাভিত্তিক সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে।





আর্কাইভ