শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

SW News24
সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলের ২টি আসনে বিএনপি ও জামায়াতসহ ২৪ জনের মনোনয়নপত্র জমাদান
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলের ২টি আসনে বিএনপি ও জামায়াতসহ ২৪ জনের মনোনয়নপত্র জমাদান
৩২ বার পঠিত
সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলের ২টি আসনে বিএনপি ও জামায়াতসহ ২৪ জনের মনোনয়নপত্র জমাদান

---নড়াইল প্রতিনিধি ; নড়াইলের দু’টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি এবং স্বতন্ত্রসহ মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমাদানের শেষদিনে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ২৪ জন তাদের মনোনয়ন জমা দিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আবদুল ছালাম এ তথ্য জানিয়েছেন। এর মধ্যে নড়াইল-১ আসনে ১৫টি এবং নড়াইল-২ আসনে নয়টি মনোনয়ন জমা পড়েছে।

নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হলেন-বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন, লেফট্যানেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস এম সাজ্জাদ হোসেন, সুকেশ সাহা আনন্দ, নাজমুল হাসান উজ্জ্বলসহ ১৫ জন।

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামী প্রার্থী আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, গণঅধিকার পরিষদ প্রার্থী লায়ন নূর ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ফরিদা ইয়াসমিনসহ নয়জন।

আচরণবিধি মেনে প্রার্থীরা পাঁচজন প্রতিনিধিসহ তাদের মনোনয়নপত্র জমা দেন। তবে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।





আর্কাইভ